মনিরুল ইসলাম : রাজধানীর শাহবাগ থানা সোহরাওয়ার্দী উদ্যান এলাকাতেই রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। থানাটি বর্তমান জায়গা থেকে সামান্য সরিয়ে উত্তর দিকে মুখ করে তৈরি করা হবে।
আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তাঁর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। পরে বিকেলে সচিবালয়ে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার শাহবাগ থানাকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে সরিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সাকুরা রেস্তোরাঁ এলাকায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
আপনার মতামত লিখুন :