শিরোনাম
◈ মৃত্যুর আর ভয় নেই, ফের লড়াই করতে বাধ্য করবেন না: আবদুল হান্নান মাসউদ ◈ জনগণের যৌক্তিক আন্দোলন পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ ‘সাবোটাজ’ করছে কিনা প্রশ্ন রেখেছেন তারেক রহমান  ◈ সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার (ভিডিও) ◈ পাঁচ সংস্কার কমিটির প্রধান ও সদস্যরা যেসব সুবিধা পাবেন  ◈ এ ধরনের স্টেটমেন্ট দেওয়া ভারতের অনধিকার চর্চা: উপদেষ্টা নাহিদ ◈ কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নিন আয়কর রিটার্ন জমা দেওয়ার আগে ◈ শান্তি বিনষ্টকারী শক্তিকে প্রতিহত করতে জাতীয় ঐক্যের ওপর জোর দিয়েছে বিএনপি (ভিডিও) ◈ বাংলাদেশ কোনো ষড়যন্ত্রের সামনে পরাস্ত হবে না: উপদেষ্টা মাহফুজ আলম ◈ জাসপ্রিত বুমরাহ টেস্ট ক্রিকেটে সেরা বোলার, ওয়ানডেতে রশিদ খান ◈ বিচারপতিকে যে কারনে ডিম মেরে এজলাস থেকে নামালো আইনজীবীরা (ভিডিও)

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৪, ০৮:২৩ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচ সংস্কার কমিটির প্রধান ও সদস্যরা যেসব সুবিধা পাবেন 

আগের কমিশনগুলোর ধারাবাহিকতায় নতুন গঠিত পাঁচটি সংস্কার কমিশনের প্রধানরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। এসব কমিটির সদস্যরাও প্রতিটি সভায় অংশ নেওয়ার ক্ষেত্রে অন্যান্য কমিশনের সদস্যের সমহারে ১০ হাজার ও ৫ হাজার টাকা সম্মানী পাবেন।

মঙ্গলবার (২৭ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ  থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে-

সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে গত ১৮ নভেম্বর ২০২৪ তারিখে গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন এবং স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের কমিশন প্রধানরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিশনগুলোর সদস্যদের মধ্যে যারা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত নয় তারা কমিশনের প্রত্যেক সভায় অংশ নেওয়ার জন্য ১০ হাজার টাকা সম্মানী এবং প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিতরা অংশ নেওয়ার জন্য ৫ হাজার টাকা সম্মানী পাবেন।

কমিশন প্রধান বা কোনও সদস্য অবৈতনিক হিসাবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ-সুবিধা গ্রহণ করতে না চাইলে তা অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা অনুমোদন করবেন।

গত ১৮ নভেম্বর সরকার এ পাঁচটি সংস্কার কমিশন গঠন করে। এর আগে গত অক্টোবরে অন্তর্বর্তী সরকার বিভিন্ন খাত সংস্কারে ছয়টি কমিশন গঠন করে। এগুলো হলো- সংবিধান, বিচার বিভাগ, পুলিশ, জনপ্রশাসন, নির্বাচন ও দুর্নীতি দমন কমিশন। এ ৬টি কমিটির প্রধান ও সদস্যরাও একই ধরনের সম্মানী ও মর্যাদা ভোগ করছেন। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়