শিরোনাম
◈ দেশে জ্বালানি তেলের দাম কত কমানো সম্ভব, জানালো সিপিডি ◈ নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান ◈ ট্রাম্প একজন ব্যবসায়ী, আমরাও ব্যবসা নিয়ে ভাবছি, বাংলাদেশ ব্যবসার জন্য খোলা রয়েছে : ড. ইউনূস ◈ শেখ হাসিনা শুধু ভারতে আশ্রয়ই নেননি, নানা সমস্যার সৃষ্টি করছেন: ড. মুহাম্মদ ইউনূস ◈ বিচারের পর আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন : টাইম ম্যাগাজিনকে ড. ইউনূস ◈ পার্টি কারো বাপের সম্পত্তি না : গাড়িতে হামলার পর যা বললেন শাহজাহান ওমর (ভিডিও) ◈ পুলিশের ৫৪ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ◈ অস্ট্রেলিয়ার ফ্যাশন ব্র্যান্ড দেউলিয়া ঘোষণা : বাংলাদেশে হাজারো শ্রমিকের চাকরি ঝুঁকির মুখে ◈ আফম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ভুলের জন্য আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৪, ০৮:০৫ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২৪, ১২:২৫ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করলেন অন্তবর্তীকালীন সরকারের ৩ উপদেষ্টা

মনিরুল ইসলাম: কি সুন্দর দৃশ্য। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে কুশল বিনিময় করলেন অন্তবর্তীকালীন সরকারের ৩ উপদেষ্টা।  এরা হলেন, নাহিদ ইসলাম,  আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। খুবই বিনয় ও  সন্মানের কথা বলেন তারা। 

তারা ৩৬ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কারিগর। অন্যতম  সমন্বয়ক। ৮ আগষ্ট উপদেষ্টা পরিষদে যোগ দেবার পর থেকে রাষ্ট্র ক্ষমতার সাথে জড়িয়ে রয়েছেন।

সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা  অনুষ্ঠানে যোগ দেন  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই অনুষ্ঠানের এক ফাঁকে ৩ উপদেষ্টা কথা বলেন বেগম খালেদা জিয়ার সাথে।

বৃহস্পতিবার বিকালে ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে পৌঁছান  খালেদা জিয়া। এর আগে বিকাল সাড়ে ৩ টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা দেন খালেদা জিয়া। এরপর ৩ টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছান তিনি। 

প্রসঙ্গত, সশস্ত্র বাহিনী দিবস আজ। ২১শে নভেম্বর স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে একটি মহান দিন। বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে ১৯৭১ সালের এই দিন থেকে। প্রতি বছরের মতো এবারো যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদ্‌যাপিত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়