শিরোনাম
◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটছে না ◈ ৬ কোটি তরুণ নির্বাচন চায় না: এবি পার্টি ◈ লাফিয়ে বাড়া স্বর্ণের দামে হঠাৎ পতন, জানা গেল কারণ ◈ সাত কলেজ ইস্যু: ঢাবি শিক্ষার্থীদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয় ◈ নতুন রেকর্ড: দেশে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা ◈ আগামী দুই বছর অর্থনীতিতে তিন ধরনের ঝুঁকি, ব্যবসায় ১৭ ধরনের বাধা: সিপিডি ◈ রোবট কুকুর ‘স্পট’ পাহাড়া দিচ্ছে ট্রাম্পের বাড়ি, স্পটের প্রতিটি পায়ে পথচারীদের জন্য সতর্কবার্তা রয়েছে ◈ ‘নেইমারকে চাই না, এই ক্লাবতো কোনো হাসপাতালের চিকিৎসা বিভাগ নয়’ ◈ দেশে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ব্যান্ডের রাউটার আমদানি ও উৎপাদন

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৪, ০১:২০ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৪, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার ন্যক্কারজনক পতনের কারণ জানালেন কাদের সিদ্দিকী

গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ধ্বংস করার কারণে শেখ হাসিনার ন্যক্কারজনক পতন ঘটেছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। তিনি আজ রবিবার সকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘এই দেশের মানুষ চায় গণতন্ত্র, চায় ভোটাধিকার। শেখ হাসিনার এই রকম ন্যক্কারজনক পতনের কারণ তিনি মানুষের ভোটাধিকার দেননি। মানুষের ভোটাধিকারকে সম্মান করেননি। পরপর কয়েকবার ভোট দিতে দেন নাই, যার ফল এই পতন।’

দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে এখন যারা ক্ষমতায় আছেন তাদেরও পরিণতিও খুব ভালো হবে না বলে মন্তব্য করেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, ‘যারা সরকার চালাচ্ছে তাদের অনুরোধ করব, তারা যেন দেশের মানুষের কথা বিবেচনা করেন। ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়, যারা ছিলেন তাদের জন্য যেমন নয়; আজকে যারা এসেছেন তাদের জন্যও। এজন্য দেশের মানুষের কথা চিন্তা করুন, দেশের মানুষকে সম্মান করুন।’

মওলানা ভাসানীর অবদান স্মরণ করে কাদের সিদ্দিকী বলেন, ‘মওলানা ভাসানীর জন্ম না হলে পাকিস্তান হতো না। আর পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না। বাংলাদেশ না হলে আজকে আমাদের এই অবস্থা হতো না। অথচ এই মহান ব্যক্তির অনাদর দেখে খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে।’

তিনি দেশের জন্য যাদের অবদান আছে তাদের যথাযোগ্য সম্মান দিয়ে রাষ্ট্র চালানোর আহ্বান জানান। উৎস: দৈনিক আমাদের সময় ও সময়নিউজটিভ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়