শিরোনাম
◈ দেশে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল ব্যান্ডের রাউটার আমদানি ও উৎপাদন ◈ নবীজির নির্মিত প্রথম মসজিদে এ বছর প্রায় ২ কোটি মুসল্লির নামাজ আদায় ◈ সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে  সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা  ◈ ঢাকায় স্ত্রীকে নিয়ে রিকশা চালালেন পাকিস্তানের হাইকমিশনার ◈ চাঁদপুরে মায়ার বাড়িতে ভাঙচুর-লুটপাট চালিয়ে আগুন ◈ ১০০ দিনে ৮৬ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি করেছে সরকার ◈ কারাগারে পাঠানোর আদেশ শুনে পালাল আসামি, অতপর... ◈ পেট্রোবাংলা অবরুদ্ধ, ভেতরে আটকা শত শত কর্মকর্তা (ভিডিও) ◈ ‘আত্মগোপনে’ থেকে আবেদন, ঝুলে গেল সাবেক স্পিকার শিরীন ও তার স্বামীর নতুন পাসপোর্ট ◈ বিপ্লবের পর বাংলাদেশ স্থিতিশীল; ড. ইউনূসের উচিত নির্বাচনের সময় নির্ধারণ করা : ইকোনমিস্টের রিপোর্ট

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৪, ০১:২০ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৪, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার ন্যক্কারজনক পতনের কারণ জানালেন কাদের সিদ্দিকী

গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ধ্বংস করার কারণে শেখ হাসিনার ন্যক্কারজনক পতন ঘটেছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। তিনি আজ রবিবার সকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘এই দেশের মানুষ চায় গণতন্ত্র, চায় ভোটাধিকার। শেখ হাসিনার এই রকম ন্যক্কারজনক পতনের কারণ তিনি মানুষের ভোটাধিকার দেননি। মানুষের ভোটাধিকারকে সম্মান করেননি। পরপর কয়েকবার ভোট দিতে দেন নাই, যার ফল এই পতন।’

দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে এখন যারা ক্ষমতায় আছেন তাদেরও পরিণতিও খুব ভালো হবে না বলে মন্তব্য করেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, ‘যারা সরকার চালাচ্ছে তাদের অনুরোধ করব, তারা যেন দেশের মানুষের কথা বিবেচনা করেন। ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়, যারা ছিলেন তাদের জন্য যেমন নয়; আজকে যারা এসেছেন তাদের জন্যও। এজন্য দেশের মানুষের কথা চিন্তা করুন, দেশের মানুষকে সম্মান করুন।’

মওলানা ভাসানীর অবদান স্মরণ করে কাদের সিদ্দিকী বলেন, ‘মওলানা ভাসানীর জন্ম না হলে পাকিস্তান হতো না। আর পাকিস্তান না হলে বাংলাদেশ হতো না। বাংলাদেশ না হলে আজকে আমাদের এই অবস্থা হতো না। অথচ এই মহান ব্যক্তির অনাদর দেখে খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে।’

তিনি দেশের জন্য যাদের অবদান আছে তাদের যথাযোগ্য সম্মান দিয়ে রাষ্ট্র চালানোর আহ্বান জানান। উৎস: দৈনিক আমাদের সময় ও সময়নিউজটিভ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়