শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী!

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৪, ০৮:০৬ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডারের বাংলাদেশ সফর

মাসুদ আলম : শুক্রবার  আইএসপিআর জানায়, ৬ থেকে ৮ নভেম্বর ২০২৪ এ যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড (US INDOPACOM) এর ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোশুয়া এম রাড এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ণ এবং সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই উচ্চ পর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধি, মানবিক সহায়তা ও দূর্যোগ ব্যবস্থাপনা (HADR) বিষয়ক যৌথ উদ্যোগের (Joint Effort) বিষয়সমূহ এই সফরে বিশেষভাবে আলোচিত হয়েছে।

উক্ত সফরে ডেপুটি কমান্ডার জেনারেল রাড বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের  সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এছাড়াও, প্রতিনিধি দলটি মিরপুরে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজ এর কমান্ড্যান্ট, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক এর সাথে বৈঠক করেন। দ্বিপাক্ষিক আলোচনায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরীর লক্ষ্যে যৌথ মহড়ার আয়োজন এবং যৌথ প্রশিক্ষণ বাস্তবায়নের বিষয় আলোচিত হয়। 

এছাড়াও, প্রতিনিধি দলটি সেনাসদর কর্তৃক আয়োজিত মানবিক সহায়তা ও দূর্যোগ ব্যবস্থাপনা (HADR) সংক্রান্ত একটি ব্রিফিং সেশনে অংশগ্রহণ করে, যেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় চ্যালেঞ্জ এবং সক্ষমতার বিষয় আলোচিত হয়। দূর্যোগ প্রতিরোধে প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ এবং সংকটকালীন সময়ে দ্রুততার সাথে পুনরুদ্ধার কার্যক্রমের জন্য যৌথ উদ্যোগের (Joint Effort) বিষয়সমূহ গুরুত্ব পায়।    

উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা ও মানবিক চ্যালেঞ্জ মোকাবেলায় একযোগে কাজ করার লক্ষ্যে, এই সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়