শিরোনাম
◈ লন্ডনযাত্রা পিছিয়ে গেল খালেদা জিয়ার! (ভিডিও) ◈ ট্রাম্পের বিজয়ে খুশি সৌদি আরব, সতর্ক কাতার ◈ হাছান মাহমুদ'র ভিডিও বার্তা নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ বিতর্কিত বক্তব্যের জন্য শোকজ সমন্বয়ক হাসিব: জবাবে যা বলছেন  ◈ একলাফে ৩৪৬৪ টাকা কমল সোনার ভরি, কাল থেকে কার্যকর ◈ শহিদ নাফিজের দেহ বহনকারী সেই রিকশা থাকবে গণভবন জাদুঘরে : নাহিদ ইসলাম ◈ ট্রাম্পের জয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে বড় পরিবর্তন হবে না : পররাষ্ট্র উপদেষ্টা ◈ ধীরে ধীরে খাওয়ার বেশ কিছু উপকারিতা রয়েছে, অভ্যাস করবেন যেভাবে ◈ মুজিববর্ষের নামে কোন কোন মন্ত্রণালয় কত কোটি টাকা খরচ করেছে তা নিয়ে ডকুমেন্টেশন হবে : প্রেস সচিব ◈ আফগানিস্তানের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডে খেলতে পারবেন না মুশফিকুর রহিম

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৪, ০৮:৪৭ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২৪, ০১:০৪ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

মুজিববর্ষের নামে কোন কোন মন্ত্রণালয় কত কোটি টাকা খরচ করেছে তা নিয়ে ডকুমেন্টেশন হবে : প্রেস সচিব

মনিরুল ইসলাম  :প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেছেন, মুজিববর্ষের নামে জনগণের অর্থ অপচয় হয়েছে।  আপনারা জানেন মুজিববর্ষকে ঘিরে কীভাবে একটা উন্মাদনা হয়েছে। মুজিববর্ষে কী ধরনের কাজ হয়েছে, কত টাকা অপচয় হয়েছে সেটি নিয়ে ডকুমেন্ট করার কথা কেবিনেটে হয়েছে।

তিনি বলেন, মুজিববর্ষের নামে কোন কোন মন্ত্রণালয় কত কোটি টাকা খরচ করেছে তা নিয়ে ডকুমেন্টেশন হবে। সেগুলোর একটা লিস্ট করা হবে। মুজিববর্ষের নামে কোন কোন মন্ত্রণালয় কী কী খাতে কত টাকা অপচয় করেছে তার একটা লিস্ট করা হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, আমরা যেখানে ঋণের জন্য আইএমএফ-এর কাছে হাত পাতছি, সেখানে মুজিববর্ষের নামে হাজার হাজার কোটি টাকা নষ্ট করছি কিছু ম্যুরাল বানিয়ে, কিছু স্ট্যাচু বানিয়ে। শুধু সরকারি কোষাগার থেকে টাকা গেছে বিষয়টা তা না। অনেক ক্ষেত্রে প্রাইভেট প্রতিষ্ঠানকেও ফোর্স করা হয়েছে। মুজিববাদকে সামনে রেখে টাকা খরচের যে একটা উন্মাদনা ছিল, কত টাকা অপচয় হয়েছে তা জানার জন্য ডকুমেন্টেশন করা হবে। এ সিদ্ধান্ত হয়েছে আজকের কেবিনে।

মুজিববর্ষে যেসব আমলা দায়িত্ব পালন করেছেন তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কি না, এ প্রসঙ্গে তিনি বলেন, আগে ডকুমেন্টেশন হোক। পরে দেখা যাবে কী করা যায়। ডকুমেন্টেশনের পরে দেখতে পাবো কী পরিমাণে অপচয় হয়েছে। এত টাকা কীভাবে ব্যয় হলো অবশ্যই আমরা দেখবো। আপনারা নিশ্চয় দেখেছেন পদ্মাসেতুতে দুটি ম্যুরালের জন্য ১১৭ কোটি টাকা ব্যয় হয়েছে। চিন্তা করা যায়!

এসময় প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়