শিরোনাম
◈ কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা ◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো ◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৪, ০৭:৫৫ বিকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বেচ্ছাসেবক দলনেতা হত্যায় একাধিক মামলার আসামি রাংঙ্গা গ্রেপ্তার

মাসুদ আলম : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়ার স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক আসামি মিজানুর রহমান রাংঙ্গা (৪৪)’কে রাজধানীর বাড্ডা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১। শনিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। 

র‌্যাব জানায়, গত ১০ সেপ্টেম্বর  বগুড়া ট্রাক বন্দোবস্তকারী সমিতির কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান সঙ্গীদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় যুবদলের সদ্য বহিস্কৃত আহবায়ক সুমন আহমেদ ওরফে বিপুল এর নেতৃত্বে ১৮/২০ জন মোটরসাইকেল করে এসে মিজানুরের ওপর হামলা করে।

হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মিজানুর রহমানকে কুপিয়ে গুরুত্বর জখম করে। স্থানীয় লোকজন চিকিৎসার জন্য মিজানুর রহমানকে প্রথমে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং রাতে  কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন। 

অপরদিকে নিহত মিজানুর রহমানকে হামলার সময় হামলাকারী সুমনের চাচাতো ভাই ল্যাদোকে স্থানীয় জনগন আটক করে পিটিয়ে গুরুত্বর জখম করে। সেনা ও পুলিশ সদস্য ল্যাদোকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নিহত মিজানুরের সমর্থকরা হাসপাতালে জরুরী বিভাগে ল্যাদোর ওপর পুনরায় হামলা করলে রাত ১১ টায়  কর্তব্যরত চিকিৎসক ল্যাদোকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় মোছাঃ সালমা আকতার (নিশা) বাদি হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। উক্ত হত্যাকান্ডের ঘটনায় আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাব-১,  বিষয়টি আমলে নিয়ে ছায়া-তদন্ত শুরু করে গ্রেফতারকৃত আসামী হত্যার ঘটনায় জড়িত থাকার কথা  জিজ্ঞাসাবাদে স্বীকার করে।রাংগার নামে হত্যা, বিস্ফোরক, মাদকসহ মোট চারটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়