শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশ ইনিংস ও ২৭৩ রাানে হেরে গেলো ◈ ডিজেল-কেরোসিনের দাম কমাল সরকার ◈ শনিবার খেলোয়াড়দের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা, ক্রীড়া মন্ত্রণালয়ের কোটি টাকা পুরস্কার  ঘোষণা ◈ সাত কলেজের বিষয়ে সিদ্ধান্ত জানাল সরকার ◈ ডিজেল ও কেরোসিনের দাম কমাল সরকার ◈ ১০০ টাকার প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত,  ৬ লাখ টাকার পুরস্কার পেলেন যিনি ◈ জাতীয় পার্টির কার্যালয়ে আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া (ভিডিও) ◈ এবার জাতীয় পার্টিকে উৎখাতের ঘোষণা হাসনাত আব্দুল্লাহ ◈ স্পিকারের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন আইন উপদেষ্টা

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪, ০৮:০১ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৪, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পার্টির কার্যালয়ে আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া (ভিডিও)

জাতীয় পার্টি ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। একই সময় জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যার পর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার’ ব্যানারে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিল শেষে জাতীয় পার্টিকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দেয়ার পর কার্যালয় ঘেরাও করতে কাকরাইলের বিজয়নগর এলাকায় আসলে দলটির নেতাকর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ লিখেন, ‘জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে, অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।’

এর ঠিক ১৮ মিনিটের মাথায় আরেকটি পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেন, ‘রাজু ভাস্কর্য থেকে ৮টা ৩০ এ মিছিল নিয়ে আমরা বিজয়নগরে মুভ করবো। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।’

উল্লেখ্য, দলের চেয়ারম্যান ও মহাসচিব ছাড়াও নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আগামী শনিবার (২ নভেম্বর) সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় পার্টি। এরমধ্যেই বৃহস্পতিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া ও আগুনের ঘটনা ঘটলো। উৎস: চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়