শিরোনাম
◈ বিদেশে পলাতক আ. লীগ নেতারা ছবি আতঙ্কে  ◈ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন : পুরুষ বনাম নারী ভোটার কী প্রভাব ফেলবে? ◈ এখতিয়ার বাড়লো প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর ◈ ডেঙ্গুতে প্লাটিলেট বাড়াতে যে খাবার গুলো খাবেন ◈ সাবেক পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর স্ত্রী হাসিনা গাজীকে খুঁজছে ডিবি ◈ ফেরারির মতো ছুটছি, সামনে কোনো ভবিষ্যৎ নেই: নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা ◈ নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি ঘোষণা ◈ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর বই বাতিল : মাধ্যমিকে ২০১২ সালের কারিকুলামে বই পাবে শিক্ষার্থীরা ◈ ঢাবি ‌ছাত্রলীগ নেতা রাকিব ও ঊর্মি গ্রেফতার ◈  দুটি করে জাতীয় পরিচয়পত্র সোয়া ৫ লাখেরও বেশি মানুষের, হাতের বদলে পায়ের আঙুলের ছাপ

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৪, ০২:৩৬ রাত
আপডেট : ২৮ অক্টোবর, ২০২৪, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখতিয়ার বাড়লো প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর

প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখতিয়ার বাড়লো। রাষ্ট্রপতির ক্ষমতাবলে এ সংক্রান্ত রুলস অব বিজনেস ১৯৯৬-এ প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে। বিশেষ সহকারীদের কার্যপরিধি বাড়াতে রুলস অব বিজনেসে নতুন ধারা যুক্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশিদের সই করা রুলস অব বিজনেসের এই সংশোধনী বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গেজেট আকারে প্রকাশিত হয়। 

এক্ষেত্রে রুলস তিন ‘বি’-এর ক্লজ ২-এর পরে ২ ‘এ’ যুক্ত করা হয়েছে। এতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয় বা বিষয়াবলির কার্য সম্পাদনের জন্য একজন বিশেষ সহকারীকে দায়িত্ব দিতে পারেন। একজন বিশেষ সহকারী প্রধানমন্ত্রী কর্তৃক সময়ে সময়ে তাকে অর্পিত এই ধরনের কার্যনির্বাহী কার্যাবলি এবং বিশেষ কার্য সম্পাদন বা নিষ্পত্তি করবেন।’

‘রুলস অব বিজনেসের আগের বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী জনস্বার্থে উপদেষ্টা ও বিশেষ সহকারী নিয়োগ করতে পারেন। আগের কার্যপরিধি অনুযায়ী, প্রধানমন্ত্রী উপদেষ্টা ও বিশেষ সহকারীকে সহায়তা সেবা ও সহায়তা প্রদানের দায়িত্ব দিতে পারেন। তারা প্রধানমন্ত্রীর অর্পিত কাজ সম্পন্ন করবেন।’

কেবিনেট ডিভিশন থেকে জানানো হয়েছে, রুলস অব বিজনেসের একটি ধারায় সামান্য সংশোধন আনা হয়েছে। প্রধানমন্ত্রীর বা প্রধান উপদেষ্টার 'বিশেষ সহকারী'(গণে)র মধ্যে তিনি কাউকে কোনও মন্ত্রণালয়ের বা বিভাগের নির্দিষ্ট কোনও বিষয়ের নির্বাহী কার্যব্যবস্থা গ্রহণের ক্ষমতা দিতে চাইলে সেটির সুযোগ সৃষ্টির জন্য এই সংশোধনী। এই মুহূর্তে কোনও নির্দিষ্ট পদাধিকারীকে এরূপ ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত নেই।

প্রসঙ্গত, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ পর্যন্ত দুজন বিশেষ সহকারী নিয়োগ দিয়েছেন। তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ ও মাহফুজ আলম। উৎস: বাংলা ট্রিবিউন ও নিউজ২৪।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়