শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও)  ◈ ‘অত্যাচার করে’ পুলিশ হত্যার জবানবন্দি নেয়া হয়েছিল: আইন উপদেষ্টা

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৪, ০৮:৫৬ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌথ বাহিনীর অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেফতার

মাসুদ আলম : রাজধানীর দারুস সালাম থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর একটি টিম।

গ্রেফতারকৃতরা হলো মোঃ সাজ্জাদ হোসেন (২৮), মোঃ সবুজ মিয়া (২০), মোঃ কাউছার (২৬) ও মোঃ ওসমান গনি (২৫)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৮টি চাকু, ৫ টি রামদা, ৪ টি হাসুয়া ও ১টি সাদা প্লাস্টিকের ব্যাগ জব্দ করা হয়। শুক্রবার ভোরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন সিটি কলোনিতে যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

দারুস সালাম থানা সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে দারুস সালাম থানা এলাকায় যৌথ বাহিনীর ডিউটি চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন এলাকায় ৮/১০ জনের একটি সঙ্ঘবদ্ধ দল ডাকাতি করার লক্ষ্যে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় যৌথ অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চারজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ সময় অজ্ঞাতনামা ৫/৬ জন ডাকাত দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় দারুস সালাম থানায় গ্রেফতারকৃত চারজন সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা দারুস সালাম থানাধীন শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন সিটি কলোনী এলাকাসহ আশেপাশের এলাকার রাস্তায় ডাকাতি করার জন্য উক্ত স্থানে একত্রিত হয়েছিলো। ঘটনার সাথে জড়িত পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়