শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, অবস্থান কর্মসূচি স্থগিত ◈ শুক্রবার আত্মপ্রকাশ করছে ছাত্রদের নতুন দল ◈ দেশে স্থিতিশীল পরিবেশ তৈরি করা দরকার: তারেক রহমান ◈ স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আসায় ক্ষতির মুখে দেশীয় টেক্সটাইল মিলস ◈ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে অনিশ্চয়তা! ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আন্দোলনে আমাদের সংহতি রয়েছে : হাসনাত আব্দুল্লাহ  ◈ বিএনপির বর্ধিত সভায় চার হাজার লোকের সমাগম হবে, তারেক রহমান গুরুত্বপূর্ণ বার্তা দেবেন : এ্যানী ◈ নিউজিল্যান্ডকে ২৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ ◈ কক্সবাজারে বিমানবাহিনীর গুলিতে যুবকের মৃত্যুর তথ্য অপপ্রচার: আইএসপিআর ◈ ৪০ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৪, ০৮:৫৬ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌথ বাহিনীর অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজন গ্রেফতার

মাসুদ আলম : রাজধানীর দারুস সালাম থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর একটি টিম।

গ্রেফতারকৃতরা হলো মোঃ সাজ্জাদ হোসেন (২৮), মোঃ সবুজ মিয়া (২০), মোঃ কাউছার (২৬) ও মোঃ ওসমান গনি (২৫)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৮টি চাকু, ৫ টি রামদা, ৪ টি হাসুয়া ও ১টি সাদা প্লাস্টিকের ব্যাগ জব্দ করা হয়। শুক্রবার ভোরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন সিটি কলোনিতে যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

দারুস সালাম থানা সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে দারুস সালাম থানা এলাকায় যৌথ বাহিনীর ডিউটি চলাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন এলাকায় ৮/১০ জনের একটি সঙ্ঘবদ্ধ দল ডাকাতি করার লক্ষ্যে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় যৌথ অভিযান চালানো হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চারজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ সময় অজ্ঞাতনামা ৫/৬ জন ডাকাত দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় দারুস সালাম থানায় গ্রেফতারকৃত চারজন সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা দারুস সালাম থানাধীন শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন সিটি কলোনী এলাকাসহ আশেপাশের এলাকার রাস্তায় ডাকাতি করার জন্য উক্ত স্থানে একত্রিত হয়েছিলো। ঘটনার সাথে জড়িত পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়