শিরোনাম
◈ পোশাক খাত স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে,অস্থিরতা নেই ◈ জাতীয় ৮ দিবস বাতিল : রিসেট বাটন চেপে আমাদের দাবায়া রাখতে পারবা না : আওয়ামী লীগের বিবৃতি ◈ আবারো কালো শকুনদের উৎখাত করতে রাজপথ প্রকম্পিত হবে: হাসনাত আবদুল্লাহ ◈ সমর্থকদের জড়ো করে ফিল্মি স্টাইলে পালিয়ে গেলেন যুবলীগ নেতা সাহাব উদ্দিন ◈ যে কারনে ‘অগ্নিকন্যা’র খেতাব  পেয়েছিলেন মতিয়া চৌধুরী ◈ বেঙ্গালুরুগামী বিমান বোমা হামলার হুমকিতে গেল দিল্লিতে ◈ পরিচয় নিশ্চিত হতে তোলা হলো বিএনপি নেতা হারিছ চৌধুরীর মরদেহ ◈ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী আর নেই ◈ ইসরায়েলের নতুন পরিকল্পনা প্রকাশ, পাল্টা হামলা চালাবে ইরানে   ◈ দাবি আদায়ে ফের উত্তপ্ত সচিবালয়, ৫দফা প্রস্তাবনা

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৪, ০১:৩৫ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৪, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, দুই লেনে যানজট

ডেস্ক রিপোর্ট : ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন শ্রমিকেরা। এতে মহাসড়কের দুই লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বেতন ভাতা বৃদ্ধিসহ ২১ দফা দাবিতে রাস্তায় নেমে আসা শ্রমিকেরা নিপ্রো জেএমআই কোম্পানি লিমিটেড (ভিটিকান্দি, মুন্সিগঞ্জ) কারখানায় কর্মরত। নামের ওষুধ কোম্পানির শ্রমিকরা আজ বুধবার সকাল ৮টা থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের দুই লেনে দীর্ঘ যানজট শুরু হয়। রাস্তার দু’পাশে শত শত গাড়ি যানজটে আটকে রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছে।

শ্রমিকদের দাবি, কোম্পানির কাছে দুই দিন আগে এক অসুস্থ শ্রমিক ছুটি চেয়েছিলেন। ছুটি না পাওয়ায় চিকিৎসাসেবা না নিতে পেরে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। বিক্ষুব্ধ ওই কারখানার কর্মরত এক নারী শ্রমিক বলেন, ‘মানুষ অসুস্থ হতেই পারে। আমরা অসুস্থ হলে শতবার ছুটি চাইলেও কোম্পানি আমাদের ছুটি দিতে চায় না। পরিবারের অসুস্থতায় প্রয়োজনে ছুটি না পাওয়ায় পরিবার আত্মীয়-স্বজনদের বিপদে আমরা পাশে দাঁড়াতে পারি না।’


আরেক শ্রমিক বলেন, ‘মূলত এইখানে চিকিৎসার অভাবে আমাদের একজন লোক মারা গেছে। এইখানে অনেক নিয়ম। একটা গেট পাস নেওয়ার জন্য প্রায় চারজন স্যারের কাছে যেতে হয়। সে জন্য এইখানে আমাদের শ্রমিকদের অনেক ঝামেলা হয়। কাজের জন্য তারা (ঊর্ধ্বতন কর্মকর্তা) অনেক চাপ প্রয়োগ করে। আর ছুটির বিষয়টা! শ্রমিকদের তারা ছুটি দেয় না। এক বা দুই দিন অসুস্থতার জন্য না আসতে পারলে তাকে (শ্রমিক) বাতিল করা হয়। আর কেউ ছুটি চাইলে কোনোভাবেই তারা ছুটি দেয় না। বৃষ্টি হোক, ঝড় হোক বা কোনো ধরনের অসুস্থতা হোক, কোনোভাবেই তারা ছুটি দেয় না। কারও আত্মীয়-স্বজন মারা গেলে, সেটার জন্য ছুটি চাইলে সেটা দিতে তারা বাধ্য থাকে না। তারা সবসময় ছুটির বিরোধিতা করে। তাদের টার্গেট আর চাপ অনেক বেশি। একজন শ্রমিককে ঘণ্টায় ৬০ মিনিটের মধ্যে ৬০ মিনিটই কাজ করতে হয়।’

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। বিক্ষোভকারী শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়ে মালিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার বারবার আশ্বাস দেওয়া হয়। কিন্তু তারপরেও শ্রমিকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

সুত্র : ইনডিপেনডেন্ট নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়