শিরোনাম
◈ সমাজের উচ্চ পর্যায়ের যারা দুর্ঘটনা ঘটায় তাদের বিচার হয় না: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ◈ সন্দেহজনকভাবে অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল বিমানবন্দরে গ্রেপ্তার ◈ নতুন প্রযুক্তি আসছে ব্যাটারিচালিত রিকশায় ◈ মোবাইল ফোন রক্ষা করতে গিয়ে ছিনতাইকারীদের হাতে খুন হন কামরুল হাসান, জড়িত ২ কিশোর গ্রেপ্তার ◈ শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার কারণে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি : এবিসির রিপোর্ট ◈ চাঁদাবাজদের তালিকা তৈরি হচ্ছে , ২-৩ দিনের মধ্যেই অভিযান: ডিএমপি কমিশনার ◈ সাংবাদিকদের জন্য বিপজ্জনক ভারত! ◈ দেড় শতাধিক নিহতের দাবি তাবলীগের দুই গ্রুপের সংঘর্ষে, যা জানালো রিউমর স্ক্যানার ◈ সাগরে নিম্নচাপ: শীত ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৪, ০৪:০৯ দুপুর
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২৪, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ যাবে সরকার : উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও)

চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার অলআউট অ্যাকশনে যাবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

 আসিফ বলেন, বন্যার কারণে ফসল নষ্ট হওয়ায় সবজির দাম বেড়েছে। অন্য পণ্যের দাম বাড়ার পেছনে সিন্ডিকেটের কারসাজি আছে। এ সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে।
 
 প্রয়োজনে এখন সরকার কঠোর হবে জানিয়ে তিনি বলেন, সিন্ডিকেটের হোতাদের গ্রেফতার করা হবে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রম বাড়ানো হবে।

সাংবাদিকদের যেকোনো জায়গায় অনিয়ম-দুর্নীতি হলে তা তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিনের আওয়ামী নিয়োগ সেটআপ হয়েছে। অর্থনীতি খারাপ অবস্থায় আছে। আর্থিক ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। ১৬ বছরে যা হয়েছে, তা ঠিক করতে ১০ বছর লাগবে। গণমাধ্যমও সংস্কার করা উচিত। 
 
দেশে শ্রমিক-অসন্তোষ নেই বলে উল্লেখ করেছেন শ্রম উপদেষ্টা। তিনি বলেন, শ্রমিকদের কর্ম পরিবেশ উন্নত করার চেষ্টা চলছে। মন্ত্রণালয়ের নামের সঙ্গে কর্মসংস্থান থাকলেও প্রকৃত কর্মসংস্থান নিয়ে কোন কাজ নেই। একটি কর্মসংস্থান অধিদফতর করার উদ্যোগ নেয়া হয়েছে।  উৎস: সময়নিউজ ও যমুনা টেলিভিশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়