শিরোনাম
◈ সাজেক ভ্রমণ নিরুৎসাহিত করে প্রশাসনের বার্তা ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, অবস্থান কর্মসূচি স্থগিত ◈ শুক্রবার আত্মপ্রকাশ করছে ছাত্রদের নতুন দল ◈ দেশে স্থিতিশীল পরিবেশ তৈরি করা দরকার: তারেক রহমান ◈ স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আসায় ক্ষতির মুখে দেশীয় টেক্সটাইল মিলস ◈ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে অনিশ্চয়তা! ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আন্দোলনে আমাদের সংহতি রয়েছে : হাসনাত আব্দুল্লাহ  ◈ বিএনপির বর্ধিত সভায় চার হাজার লোকের সমাগম হবে, তারেক রহমান গুরুত্বপূর্ণ বার্তা দেবেন : এ্যানী ◈ নিউজিল্যান্ডকে ২৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ ◈ কক্সবাজারে বিমানবাহিনীর গুলিতে যুবকের মৃত্যুর তথ্য অপপ্রচার: আইএসপিআর

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৪, ০৩:১৩ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ শুরু বৃহস্পতিবার

জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোকে গুরুত্ব দিয়ে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) ট্রাইব্যুনালের তিন বিচারপতি প্রথম দিনের কর্মস্থলে যোগদানের পর এ কথা বলেন ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। এসময় তিনি জানান, বিচারপতি নিয়োগ, প্রসিকিউশন ও তদন্ত সংস্থা পুনর্গঠনের মধ্যে দিয়ে এখন পুনরায় উজ্জীবিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।

গতকাল প্রজ্ঞাপন জারির পর আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যোগ দেন তিন বিচারপতি। বেলা সাড়ে ১১টায় প্রথম কর্মদিবসে আসেন শফিউল আলম মাহমুদ ও মোহিদুল হক এনাম চৌধুরী। এরপর বেলা ১২টার দিকে আসেন ট্রাইব্যুনালে চেয়ারম্যান গোলাম মোর্তজা মজুমদার।

চেয়ারম্যানকে স্বাগত জানান ট্রাইব্যুনালের দুই বিচারপতি ও কর্মকর্তারা। পরে বিচারপতিদের স্বাগত জানান ট্রাইবুনালের প্রসিকিউশনের সদস্যরা। এ সময় চিফ প্রসিকিউটার জানান, বুধবার নব-নিযুক্ত বিচারপতিদের সংবর্ধনা দেবেন তারা এবং আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে ট্রাইবুনালের বিচারিক কার্যক্রম।

তাজুল ইসলাম বলেন, জুলাই ও আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় গণহত্যার ঘটনায় করা মামলার বিচার করতে নিয়োগ পাওয়া ট্রাইব্যুনালে তিন বিচারপতি যোগ দিয়েছেন। আমরা বিচারের শুরুর দিন কয়েকটি আবেদন করব। সে বিষয়ে এখনই ডিসক্লোজ করছি না। এটি গোপন রাখাই ভালো।

তিনি বলেন, ট্রাইবুনালের পুরাতন মামলাগুলোর মধ্যে কিছু মামলা রয়েছে, যা আমল যোগ্য নয়। সেগুলো গুরুত্ব বিবেচনায় দিয়ে একে একে নিষ্পত্তি করা হবে।

উল্লেখ্য, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের পর পুনরায় ট্রাইব্যুনাল পুনর্গঠনের দাবি ওঠে। তারই পরিপ্রেক্ষিতে গঠিত হয় প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা। সবশেষ গত সোমবার ট্রাইব্যুনালের তিন বিচারপতিকে নিয়োগ দেয় সরকার। এরই মধ্য দিয়ে পুনরায় গতি ফিরে পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়