মনিরুল ইসলাম ঃ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে নিরাপত্তাহীনতা নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অতিদ্রুত ক্ষতিপূরণ দেওয়া হবে।
মঙ্গলবার সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিভিন্ন দেশি-বিদেশি চক্রান্তের অংশ হিসেবে বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতিকে বিশৃঙ্খল করে তুলতে চাচ্ছে। গণঅভ্যুত্থান পরবর্তী সরকার ও দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টার করছেন তাদের জেনে রাখা দরকার- সরকার খুব নিবিড়ভাবে দেশের জনগোষ্ঠীর সঙ্গে আছে। বিশেষ করে সংখ্যালঘু সম্পদায়ের সঙ্গে।
তিনি বলেন, সংখ্যালঘু শুধু হিন্দু সম্প্রদায় নয়, বৌদ্ধ ও অন্যান্য যারা সম্প্রদায় আছেন তাদের সবার সঙ্গে নিয়মিত সংলাপের আয়োজন হচ্ছে। নিয়মিত বোঝাপোড়া হচ্ছে এবং সরকার তাদের ন্যায্য দাবিগুলো মেনে নেয়ার ক্ষেত্রে যথেষ্ট ওপেন আছে এখনো। তাদের বিষয়ে সরকার ওয়াকিবহাল রয়েছে।
আপনার মতামত লিখুন :