শিরোনাম
◈ আত্মপ্রকাশ করতে যাওয়া ছাত্রদের নতুন দলের নামে নাগরিক, ছাত্রজনতা কিংবা রেভ্যুলেশন শব্দ থাকতে পারে ◈ ভারতে পাঁচ বছর ধরে এক কিশোরীকে ধর্ষণ করে ৬০ জন! ◈ সাড়ে পাঁচ কোটি ভোটার এখনও পাননি  স্মার্টকার্ড  ◈ আজ জাতীয় শহীদ সেনা দিবস: বিডিআর হত্যাযজ্ঞের ১৬ বছর ◈ বেলজিয়ামে আওয়ামী লীগ নেতাদের নিয়ে লঙ্কাকাণ্ড, বিধ্বস্ত চেহারায় প্রকাশ্যে হাছান মাহমুদ ◈ সংস্কার হতে হবে নির্বাচনমুখী: আন্দালিব রহমান পার্থ ◈ ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দিলেন তৌহিদ হোসেন ◈ একদিন ম্যানেজ হলে ঈদে মিলবে টানা ৯ দিনের ছুটি ◈ বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যা: কারাগার থেকে পালিয়েছেন ফাঁসির আসামি জেমি ◈ সাজেক ভ্রমণ নিরুৎসাহিত করে প্রশাসনের বার্তা

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৪, ০৭:০২ বিকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌথ বাহিনী কর্তৃক আটককৃত শুল্ক ফাঁকি দেয়া ভারতীয় দ্রব্য ও প্রসাধন সামগ্রী উদ্ধার অভিযান বিষয়ে আইএসপিআরের বক্তব্য 

মাসুদ আলম : আইএসপিআর জানায়, গত ০২ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর ঝিনাইদহ আর্মি ক্যাম্প কর্তৃক বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেয়া ভারতীয় দ্রব্য ও প্রসাধনী সামগ্রী উদ্ধার অভিযানকে কেন্দ্র করে একটি বেসরকারি টিভি চ্যানেলে "অভিযানের নামে সাধারণ মানুষ ও প্রতিষ্ঠানকে হয়রানি করার অভিযোগ উঠেছে ঝিনাইদহ ক্যাম্পের কতিপয় অতি উৎসাহী সেনা সদস্যদের বিরুদ্ধে" শীর্ষক একটি প্রতিবেদন প্রচারিত হয়। বিভ্রান্তিকর ও একপেশে এই প্রতিবেদন দেশবাসীর কাছে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করার একটি অপপ্রয়াস বলে প্রতীয়মান।  

উল্লেখ্য, গত ১ অক্টোবর   বর্ডার গার্ড বাংলাদেশ থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্যে জানা যায় যশোর থেকে মাগুরা হয়ে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো-উ ১৪-২০১২) বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেয়া ভারতীয় দ্রব্য ও প্রসাধনী সামগ্রী পরিবহন করা হচ্ছে। এপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল কর্তৃক বর্ণিত কাভার্ড ভ্যানটিকে মাগুরার ভায়না মোড়ে থামালে দেখা যায় যে, উক্ত কাভার্ড ভ্যান একটি  পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের অন্তর্ভুক্ত। কাভার্ড ভ্যানটির চালক ও সহকারিকে পরিবহনকৃত পণ্য প্রদর্শন করতে অনুরোধ করা হলে তারা ভ্যানটির দরজা খুলে দেয় এবং ভ্যানটির ভিতরে সন্দেহজনক কয়েকটি বস্তায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, প্রসাধন সামগ্রী ও প্যাকেটজাত খাদ্যদ্রব্য পাওয়া যায়। এ সময় চালক ও সহকারি বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পরিবহনের স্বপক্ষে বৈধ নথিপত্র উপস্থাপনে ব্যর্থ হলে বিস্তারিত তল্লাশীর জন্য কাভার্ড ভ্যানটিকে নিকটস্থ আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। অতঃপর ঝিনাইদহ সদর থানা পুলিশ এর সহযোগিতায় বিস্তারিত তল্লাশীর পর শুধুমাত্র যে সকল দ্রব্যসামগ্রীর বৈধ নথিপত্র পাওয়া যায়নি সে সকল দ্রব্যসামগ্রী অবৈধ পণ্য হিসেবে জব্দ করে সিজার লিস্টে অন্তর্ভুক্ত করা হয়। পরবর্তীতে উক্ত পার্সেল ও কুরিয়ার সার্ভিস কোম্পানি এর ০২ জন প্রতিনিধি সেনাবাহিনী ক্যাম্পে আসেন। কিন্তু জব্দকৃত দ্রব্য সামগ্রীর অনুকূলে বৈধ নথিপত্র উপস্থাপন করতে ব্যর্থ হলে আইনি প্রক্রিয়ায় শুল্ক ফাঁকি দেয়া পণ্যসমূহ মাগুরা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। 

উল্লেখ্য, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে নিয়ে আসা বিদেশি পণ্য আটকের উদ্দেশ্যে অভিযানটি পরিচালিত হয়েছে। যৌথ বাহিনী কর্তৃক এই উদ্ধার অভিযান বিভিন্ন গণমাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতে ব্যাপকভাবে প্রশংসিত হলেও, শুধুমাত্র উক্ত পার্সেল ও কুরিয়ার কোম্পানির মালিকাধীন টেলিভিশন চ্যানেলে সংবাদটিকে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্য নিয়ে প্রচারিত হয়। ভবিষ্যতে বাংলাদেশ সেনাবাহিনী সংক্রান্ত সংবাদ প্রচারের ক্ষেত্রে আরো দায়িত্বশীল ও পেশাদারী মনোভাব প্রদর্শন করার জন্য অনুরোধ করা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়