শিরোনাম
◈ সমাজের উচ্চ পর্যায়ের যারা দুর্ঘটনা ঘটায় তাদের বিচার হয় না: উপদেষ্টা নাহিদ ইসলাম ◈ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ ◈ সন্দেহজনকভাবে অবসরপ্রাপ্ত সচিব ইসমাইল বিমানবন্দরে গ্রেপ্তার ◈ নতুন প্রযুক্তি আসছে ব্যাটারিচালিত রিকশায় ◈ মোবাইল ফোন রক্ষা করতে গিয়ে ছিনতাইকারীদের হাতে খুন হন কামরুল হাসান, জড়িত ২ কিশোর গ্রেপ্তার ◈ শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার কারণে ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি : এবিসির রিপোর্ট ◈ চাঁদাবাজদের তালিকা তৈরি হচ্ছে , ২-৩ দিনের মধ্যেই অভিযান: ডিএমপি কমিশনার ◈ সাংবাদিকদের জন্য বিপজ্জনক ভারত! ◈ দেড় শতাধিক নিহতের দাবি তাবলীগের দুই গ্রুপের সংঘর্ষে, যা জানালো রিউমর স্ক্যানার ◈ সাগরে নিম্নচাপ: শীত ও বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৪, ১২:৫৮ রাত
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২৪, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিসি নিয়োগে ঘুষ বাণিজ্য নিয়ে যা জানালেন প্রেস সচিব (ভিডিও)

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতে ‘হাই-লেভেল’ বা উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, আমরা খতিয়ে দেখছি। রিপোর্টের সত্যতা কতটুকু? আমরা ফ্রিডম অব প্রেসকে বিশ্বাস করি। হাই-লেভেল কমিটি হবে। রিপোর্ট ঠিক ছিল কি না, যে অভিযোগ উঠেছে সেগুলো খতিয়ে দেখা হবে।

প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন, জনপ্রশাসন সচিবকে নিয়ে দৈনিক কালবেলাতে একটা প্রতিবেদন এসেছে। এটা নিয়ে আমরা খতিয়ে দেখছি। এই রিপোর্টটার সত্যতা কতটুকু? আমরা আশা করব পত্রিকাগুলো তাদের নিউজ প্রেজেন্টেশনে কোনোরকম ডিজ-ইনফরমেশন ছড়াবে না। এটা নিয়ে হাই-লেভেল একটা কমিটি হবে। এই কমিটিতে সিনিয়র কিছু জার্নালিস্ট ইনক্লুড করতে চাচ্ছি। রিপোর্টটা ঠিক ছিল? নাকি প্রতিবেদনের যে এলিগেশনগুলো আসছে তা খতিয়ে দেখছি। কমিটির রিপোর্টের ভিত্তিতে আমরা অ্যাকশনে যাব।

তিনি বলেন, আমাদের দুটি দেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি হওয়ার কথা। একটা হচ্ছে মালদ্বীপের সঙ্গে, আরেকটা কাতারের সঙ্গে। আমাদের বাংলাদেশি ভাই-বোন যারা কাতার বা মালদ্বীপে আটক হয়েছেন তাদের আমরা ফিরিয়ে আনতে পারব। তাদের যে জেল টার্মগুলো আছে, তারা বাংলাদেশের মাটিতে কমপ্লিট করতে পারবেন। আরেকটা হচ্ছে রপ্তানি নীতি নিয়ে আলাপ হয়েছে। ২০১৪ থেকে ২০২৭ পর্যন্ত অ্যাপ্রুভ হয়েছে। 

তিনি আরো বলেন, গার্মেন্টসের বিভিন্ন ফ্যাক্টরিতে অনেক প্রটেস্ট হচ্ছে। আমাদের শ্রমিক ভাই-বোনেরা রাস্তা বেরিকেড দিয়ে আন্দোলন করছেন। সেই আলোকে এটা নিয়ে বিস্তৃত আলাপ হয়েছে। শ্রমিক ভাই-বোনদের যে প্রটেস্ট সেই বিষয়ে যেন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়, প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সেই নির্দেশনা দিয়েছেন। সামনে ভালো কিছু পদক্ষেপ দেখবেন।

প্রেস সচিব বলেন, পাঁচটা কমিশন মোটামুটি ফাইনালাইজ। এখন শুধু ডিক্লারেশন বাকি। একটা কমিশনের দুই-একজনের নাম বাকি আছে। আশা করছি এক থেকে দুদিনের দিনের মধ্যে সেটাও ফাইনাল হবে।

তিনি আরও বলেন, শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ শুরু হচ্ছে। শনিবার আড়াইটার সময় প্রথম আলাপ শুরু হবে। সেদিন বিএনপি থাকবে। এরপর আরও প্রধান কিছু রাজনৈতিক দল থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়