গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ এবং ১৪ দলের শরিক রাজনৈতিক দলগুলোর নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার (২ অক্টোবর) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বরাবর এ অভিযোগ দাখিল করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ।
কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটভুক্ত রাজনৈতিক দলগুলো গণহত্যা চালাতে সরাসরি হুকুম দিয়েছেন বলে তার অভিযোগ।
অভিযোগে বলা হয়েছে, সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ এবং ১৪ দলের শরিক রাজনৈতিক দল- সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ (ইনু), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মেনন), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), গণআজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাসদ ও জাতীয় পার্টি-জেপির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনার নেতৃত্বে প্রায় ১৬ বছর টানা ক্ষমতায় ছিল দলটি। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন সরকার পতনের মধ্য দিয়ে শেষ হয়। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট গঠন করা হয় অন্তবর্তী সরকার।
এরপর শেখ হাসিনাসহ আওয়ামী লীগ এবং দলটির রাজনৈতিক মিত্রদের বিচারের দাবি ওঠে। একের পর এক দায়ের হতে থাকে হত্যা, গণহত্যার মামলা। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন পুনর্গঠন করে আইন মন্ত্রণালয়। এরপর থেকে ট্রাইব্যুনালেও মামলার অভিযোগ আসতে থাকে।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে গণহত্যা চালানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৩১টি পৃথক অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে ১৩টি অভিযোগ জমা পড়ে চিফ প্রসিকিউটরের দপ্তরে। বাকিগুলো ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দাখিল করা হয়েছে।
এসব অভিযোগের মধ্যে আগে কয়েকটিতে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নাম আছে। তবে ১৪ দলের শরীক দলগুলোর বিরুদ্ধে এই প্রথম অভিযোগ এসেছে বলে জানান এই প্রসিকউটর।
এ অভিযোগ দেওয়ার পর পরই ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে দশম শ্রেণির ছাত্র আনাস হত্যার ঘটনায় আরেক অভিযোগ জমা পড়ে প্রসিকিউশনে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে এই হত্যার অভিযোগ দাখিল করেন নিহতের বাবা মো. পলাশ। উৎস: কালের কণ্ঠ।
আপনার মতামত লিখুন :