চলতি বছর অক্টোবর মাসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হওয়ার কথা থাকলেও, এবছর তা চালু হচ্ছে না। উদ্বোধনে আরও ৬ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন বেবিচক সদস্য এস এম লাবলুর রহমান।
বেবিচক সদস্য লাবলুর রহমান বলেন, চলতি বছরে কোনোভাবেই সম্ভব হচ্ছে না শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন। দুই শতাংশের কাজ শেষ না হওয়ায় কিছুটা বাড়তি সময় লাগছে কাজ শেষে শিগগিরই চালু করা হবে টার্মিনালটি।
এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু নাসের খান।
তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। এটি পরিবর্তন করা হবে কিনা, সেটি পরে সিদ্ধান্ত নেয়া হবে।