শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০৩ মে, ২০২২, ১০:৩৫ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২২, ০১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের দিনে রাজপথ দখলে নিয়েছে প্রাইভেটকারসহ সিএনজি 

শাহীন খন্দকার:[২]এ বছর ৩০ রমজান পূর্ণ হয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ মঙ্গলবার (০৩ মে)। সোমবার ৩০ রোজা পূর্ণ হয়েছে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপন হচ্ছে। এদিকে ঈদের নামাজ শেষে, ফাঁকা ঢাকায় আজ মঙ্গলবার ট্রাফিক স্পটে ট্রাফিক পুলিশ দেখা গেলেও ,গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে সকাল ৭.৩০ মিনিটে দেখা যায়নি ট্রাফিক পুলিশ।

[৩]উল্লেখযোগ্য স্পট গুলো মানিক নগর এ্যাভিনি, বিজয় স্বরণী,ফার্মগেট হলিক্রস স্কুল এন্ড কলেজের দক্ষিণে, বিজয় স্মরণী উড়োজাহাজ এলাকায়। যদিও ঈদকে কেন্দ্র করে কঠোর নজরে রাখছে পুলিশের চৌকস কর্মকর্তা কর্মচারীরা,সন্দেহ হলেই জিজ্ঞাসাবাদ এমন দৃশ্য ও দেখা গেছে  তেজগাওঁ কয়েকটি এলাকায় । রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা গুলোসহ পাড়া মহল্লা রিকসা ,হোন্ডা সিএনজি ও প্রাইভেটকারে দখলে। বেপরোওয়াভাবে হোন্ডা আরোহীসহ ব্যাটারী চালিত রিকসা চালকদের চলফেরা চোখে পড়ার মতো ছিলো।

[৪] রোজ রোডের মুখে এবং তেজঁগাও তিব্বতের মোড়ে। যেসব এলাকায় ট্রাফিক পুলিশ দেখা যায়নি এবিষয়ে নাম প্রকাশে অইচ্ছুক  পুলিশের এক কর্মকর্তা বলেন, হয়তো ঈদের নামাজ আদায় করার কারনে পুলিশ নেই। তবে কেউ না কেউ আশেপাশে রয়েছে।

[৫]এছাড়া রাজপথে ছিলো না বাস-ট্রাকসহ ভারি কোন যানবাহন। চলছে পাজাঁড়োর মতো দামিদামি গাড়ীসহ  প্রাইভেটকারসহ সিএনজি ব্যাটারী চালিত রিকসা চলতে দেখা গেছে বেপরোওয়া গতিতে। এসব গাড়ীতে বেজে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই অতিচেনা গানের প্রিয় সুর, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ...।

[৬]রেডিও-টিভিতে-পাড়া-মহল্লায় বাজছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই অতিচেনা গানের প্রিয় সুর, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ...। উল্লেখ্য গত শুক্রবার (২৯ এপ্রিল) থেকেই রাজধানীর জন্য বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করেছে ডিএমপি। কারণ ঈদকে কেন্দ্র করে প্রচুর মানুষ বাড়ি যাওয়ায় রাজধানী এখন ফাঁকা। ফাঁকা ঢাকাকে নিরাপত্তা দিতে মাঠে সক্রিয় থাকছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়