শিরোনাম
◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও)

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:৫৬ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মাসুদ আলম

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার নির্দেশনা

মাসুদ আলম:  অবশেষে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ ও অবসরের বয়সসীমা ৬৫ করা হচ্ছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 

এতে বলা হয়েছে, ‘এ বিষয়ের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির সম্পৃক্ততা থাকায় সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

প্রসঙ্গত, কয়েক বছর ধরেই চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন করে আসছিলেন চাকরিপ্রাথীরা। অধিকার আদায়ে তারা মানবন্ধন, অবরোধ, ঘেরাও ইত্যাদি কর্মসূচি পালন করেন। কিন্তু, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার তাদের দাবিকে পাত্তা না দিয়ে বয়স না বাড়ানোর সিদ্ধান্তে অনড় থাকে। 

শেখ হাসিনার সরকারের পতনের পর ৩৫ বছর প্রত্যাশীরা ফের মাঠে নামে। তাদের পক্ষ থেকে বলা হয়, কোটা সংস্কার আন্দোলন সফল করে সরকারের পতন ঘটিয়েছে ছাত্র-জনতা। তাই চাকরিতে বয়স বৃদ্ধির দাবিও যৌক্তিক। ছাত্র-জনতা সমর্থিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকায় দাবি মেনে নেয়া হবে বলে আমরা আশাবাদী। আমরা আন্দোলনের মাধ্যমে এ সরকারের মনোযোগ আকর্ষণ করে দ্রুত দাবির বাস্তবায়ন চাই। 

অবশেষে অন্তর্বর্তী সরকার গঠনের দেড় মাসেরও কম সময়ের মধ্যে তাদের দাবি মানা হলো। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়