অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. ইউনূস।
প্রধান উপদেষ্টার ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে। এছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোও তাঁর ভাষণ সরাসরি সম্প্রচার করবে।
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। এরপর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে শপথ নেন অন্তর্বর্তী সরকারের অন্যন্য উপদেষ্টারা।
আপনার মতামত লিখুন :