শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৪, ০১:৫১ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওমরাযাত্রীর ছদ্মবেশে পালানোর সময় বদির ক্যাশিয়ার গ্রেপ্তার

 মাসুল আলম : কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ক্যাশিয়ার সালাহ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার ওমরাযাত্রীর ছদ্মবেশে দেশ থেকে পালানোর সময় সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ জানায়, ইহরাম বেধে বিমান বাংলাদেশের জেদ্দাগামী একটি ফ্লাইটে চড়ে বসেছিলেন সালাউদ্দিন। বিমান রানওয়েতে থাকা অবস্থায় অর্থাৎ আকাশে উড়াল দেওয়ার ঠিক কিছুক্ষণ আগে গোপন তথ্যের ভিত্তিতে বিমানের ওই ফ্লাইটে অভিযান চালায় র‍্যাব। তখন ইহরাম বাধা অবস্থাতেই তাকে আটক করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কক্সবাজারের উখিয়াতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ছিলেন সালাহ উদ্দিন।

আটক সালাউদ্দিন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি খাশিয়াবিল এলাকার জাফর আলমের ছেলে।

উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি বিরুদ্ধে বিভিন্ন সময় মাদকদ্রব্য ইয়াবা ব্যবসায় যুক্ত থাকার অভিযোগ ওঠেছে। ইয়াবা চোরচালানে জড়িতদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় তার নাম ছিল।

র‌্যাব কর্মকর্তা আবুল কালাম চৌধুরী বলেন, ‘ইয়াবা ডন বদির মাদক ব্যবসার ক্যাশিয়ার ইয়াবা গডফাদার সালাউদ্দিন মেম্বার। দেশ থেকে পালায়নকালে সিলেট বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। বদির মাদক ব্যবসার হিসাব পরিচালনা করতেন সালাউদ্দিন মেম্বার।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়