শিরোনাম
◈ ওএমএসের ৬০০ বস্তা সরকারি চাল গোডাউন থেকে জব্দ  ◈ চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের জানুয়ারিতে নির্বাচন, ভোট হবে ব্যালটে: ইসি মাছউদ ◈ ৬ মাসে রাজস্ব ঘাটতি রেকর্ড ৫৮ হাজার কোটি টাকা ◈ 'কর্নেল অব দি রেজিমেন্ট' হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান (ভিডিও) ◈ দ্রুত নির্বাচন না হলে অন্যধরনের শক্তির উত্থান হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড নিয়ে যে ঘোষণা দিল ট্রাম্প প্রশাসন ◈ শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলাবাজারে বিক্রয়, চক্রের দুই সদস্য আটক ও ১০ হাজার বই জব্দ ◈ লস অ্যাঞ্জেলেসে দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন দাবানল ◈ শেখ হাসিনা অভ্যুত্থানের ইতিহাসে নেই, নিহতদের নামে ভুল - পাঠ্যবই সংশোধন বিতর্ক ◈ ‘গুজব ছড়ালে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা’ সংক্রান্ত বিজ্ঞপ্তি বাতিল করলো মাউশি

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২১ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিকিৎসকদের ওপর হামলায় গ্রেফতার সঞ্জয় পাল

রাশিদ রিয়াজ: ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িত সঞ্জয় পাল জয় নামের একজনকে গাইবান্ধা জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, ঢাকা মেডিক্যালে হামলায় জড়িত থাকা সঞ্জয় পাল জয়কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে।

ঢামেকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গতকাল রোববার দিনভর উত্তেজনা ছিল। হামলাকারীদের গ্রেফতার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে গতকাল রোববার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ (কর্মবিরতি) পালন করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকেরা।

চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়। ঢাকা মেডিক্যালের অফিস সহায়ক আমির হোসেন মামলাটি করেন।

পরে দাবি পূরণের আশ্বাস পেয়ে গতকাল রাত পৌনে ৮টার দিকে কর্মবিরতি স্থগিত করে প্রায় ১২ ঘণ্টা পর কাজে ফেরেন চিকিৎসকেরা। আজ সোমবার রাত ৮টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেন তারা।

দায়ের করা মামলায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিউবিটি) শিক্ষক শাহরিয়ার অর্ণবসহ চারজনের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়। অপর তিন আসামি হলেন সঞ্জয় পাল জয়, সিহাব তুর্জ ও সাইমি নাজ শয়ন। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়