শিরোনাম
◈ কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা ◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো ◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৪, ১২:১৯ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্যাকবলিত ফেনী থেকে ৫ জনকে হেলিকপ্টারযোগে উদ্ধার করলো বিমান বাহিনী

মাসুদ আলম : শনিবার আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী আবারও প্রমাণ করেছে যে, জাতীয় সংকটে তারা সর্বদা মানুষের পাশে রয়েছে। শনিবার  বন্যাকবলিত ফেনী জেলার পশুরামপুর মডেল স্কুল মাঠ থেকে বিমান বাহিনীর Mi-17Sh হেলিকপ্টারের মাধ্যমে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ছিলেন তারিকুল ইসলাম, অজিত কর্মকার, অভিজিত কর্মকার, শারমিন এবং সাইদুর রহমান।

উদ্ধার অভিযানটি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালিত হয় এবং উদ্ধারকৃতদের ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার মুভমেন্টে স্থানান্তর করা হয়। পরবর্তীতে, তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়।

এই অভিযানটি কেবলমাত্র বিমান বাহিনীর দক্ষতা এবং সাহসিকতার পরিচায়ক নয়, বরং এটি প্রমাণ করে যে তারা জাতীয় দুর্যোগ মোকাবিলায় সবসময় প্রস্তুত এবং মানুষের জীবনের সুরক্ষায় নিজেদের নিঃস্বার্থভাবে উৎসর্গ করতে সক্ষম।

বাংলাদেশ বিমান বাহিনীর এই সাহসী ও মানবিক উদ্যোগ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হচ্ছে। দেশের প্রতিটি সংকটে তারা যেভাবে জনগণের পাশে দাঁড়ায়, তা সত্যিই উল্লেখযোগ্য।

এই উদ্ধার অভিযানের মাধ্যমে বিমান বাহিনী আবারও তাদের সক্ষমতা এবং প্রতিশ্রুতি প্রদর্শন করেছে, যা ভবিষ্যতে জাতির সেবায় তাদের অগ্রণী ভূমিকার প্রতিফলন ঘটায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়