রাজধানীর মিরপুর পুলিশ লাইনসের অস্ত্রাগারে মিস ফায়ারে (ভুলবশত গুলি) দুই পুলিশ সদস্য আহতের ঘটনায় আলামিন নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলামিন চিকিৎসাধীন মারা গেছেন। সূত্র : যুগান্তর
নিহত আলামিন লালমনিরহাটের তিস্তা উপজেলার গোকুন্ডা কাচারীপাড়া গ্রামের মৃত বক্তার আলীর ছেলে। তিনি দারুস সালাম থানায় কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। এর আগে সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে অস্ত্রাগারে মিস ফায়ারের ঘটনা ঘটে।
জানা গেছে, পুলিশ লাইনসে দারুস সালাম থানার অস্ত্র যাচাই-বাছাই করার সময় আলামিন (৩০) ও ইয়াসিন আলী (২৮) নামে দুই পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। সেই সময় তারা দারুস সালাম থানার কার্যক্রম চালু কারার জন্য মিরপুর-১৪ পিওএম পুলিশ লাইনের অস্ত্রাগার থেকে আগ্নেয়াস্ত্র আনতে গিয়েছিলেন। সেখানে অস্ত্র পরীক্ষা করার সময় পিস্তলের ভেতরে আগে থেকে থাকা গুলি বেরিয়ে তারা আহত হন। পরে তাদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।