শিরোনাম
◈ নারী ক্রিকেটারদের জন্য প্রথম শ্রেণির চুক্তি চালু করছে বিসিবি, থাকবে উইনিং বোনাস ◈ গ্রেফতারি পরোয়ানা ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে ◈ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের সংঘর্ষ, আহত ১৫ ◈ দুই দিন ধরে নিখোঁজ ঢাবি শিক্ষার্থী সহ-সমন্বয়ক খালেদ হাসান ◈ বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ: আছে দৈনিক ২০০ টাকা ভাতা, যেভাবে আবেদন করবেন ◈ একদিনেই সড়কে ঝরলো ১৮ প্রাণ ◈ আমাদের পাকঘরে উঁকি মারার চেষ্টা করবেন না: ভারতের উদ্দেশ্যে জামায়াতের আমীর ◈ মেছো বিড়াল হত্যার ঘটনায় সামাজিকমাধ্যমে তোলপাড়, গ্রেপ্তার ১ ◈ হাসিনার ক্ষমতার লোভ এবং ইতিহাসের রং বদল ◈ রাশিয়ার বহুতল ভবনে ৯/১১-র ধাঁচে ড্রোন হামলা! (ভিডিও)

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৪, ০৮:১১ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২৪, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্থবিরতা নয়, দ্রুত কাজ শুরু করুন : প্রধান উপদেষ্টার সঙ্গে ২৫  সচিবের বৈঠক

অনিস তপন : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কোন রকম কালক্ষেপণ না করে মন্ত্রণালয়ের সব কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন।

সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা'য় সচিবদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। পরে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব (সিনিয়র সচিব) মেজবাহ উদ্দিন চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। 

বৈঠকে প্রধান উপদেষ্টার আওতাধীন থাকা ২৫ মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ সচিব ও সচিবরা অংশগ্রহণ করেন। জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব জানান, সব মন্ত্রণালয়ের কাজ দ্রুত চালু করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এজন্য সাত দিন সময় দিয়ে এখন থেকে অগ্রাধিকার দিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন।

মেজবাহ উদ্দিন বলেন, গেলো কয়েক বছর যারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন তাদের দাবিগুলো শুনে শিগগিরই সিদ্ধান্ত হবে। মন্ত্রণালয় এবং দপ্তরগুলোকে দ্রুত ফাংশনাল করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

সিনিয়র সচিব বলেন, যেসব মন্ত্রণালয়ে আগে মন্ত্রী ছিলো সেসব মন্ত্রণালয়ের কাজ যাতে স্থবির হয়ে না যায়, সচিবরা সেসব কাজ নিজ উদ্যোগে যাতে শুরু করেন তা নিয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, সার, বিদ্যুৎ, কৃষি, জ্বালানি, বন্দর এবং খাদ্যসহ জরুরি বিষয়ে অগ্রাধিকার দিয়ে সাতদিনের মধ্যে তালিকা করে কাজ শুরু করতে হবে এবং তালিকাগুলো প্রধান উপদেষ্টাকে দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়