মনিরুল ইসলাম ঃ প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ করছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার সকাল সাড়ে ১০টার পর ছাত্ররা সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকে পড়েন। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এর আগে প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সরকারের সঙ্গে কোনো প্রকার আলোচনা না করে ফুল কোর্ট মিটিং ডেকেছে।’
প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগের আহ্বান জানিয়ে তিনি ওই পোস্টে আরও বলেন, ‘অনতিবিলম্বে বিনা শর্তে প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করুন এবং ফুল কোর্ট মিটিং বন্ধ করুন।
এর আগে আজ শনিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এর প্রতিবাদে আইনজীবীরা রাস্তায় বের হয়ে আসেন। পরে সাধারণ শিক্ষার্থীরা হাইকোর্টে অবস্থান নেয়। বর্তমানে সুপ্রিম কোর্টের ভেতরে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি চলছে।