রাশিদুল ইসলাম: [২] বিবিসি’র শিরোনাম ছিল, ‘বাংলাদেশ পিএম শেখ হাসিনা রিসাইনস এন্ড ফ্লিস কান্ট্রি এ্যাস প্রোটেস্টার স্ট্রম প্যালেস।’ এরপর বলা হয়েছে সরকার বিরোধী বিক্ষোভের মুখে শত শত মানুষকে হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন। ঢাকা থেকে বিবিসি সংবাদদাতা বাংলাদেশে আজকের(সোমবারের) ঘটনাবলীকে ‘ঐতিহাসিক মূহুর্ত’ বলে উল্লেখ করেন।
[৩] ডয়চে ভ্যালের শিরোনাম ছিল, ‘ অন্তবর্তীকালীন সরকার গঠিত হবে: সেনাপ্রধান’। খবরে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। অন্তবর্তীকালীন সরকার গঠিত হবে বলে জানিয়েছেন তিনি।
[৪] আনন্দবাজার পত্রিকার শিরোনাম ছিল, ইস্তফা দিয়েই কি বোনের সঙ্গে বাংলাদেশ ছাড়লেন শেখ হাসিনা? কপ্টারে ‘নিরাপদ’ আশ্রয়ের উদ্দেশে, এরপর খবরে বলা হয় দেশ ছাড়ার আগে হাসিনা জাতির উদ্দেশে ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন। তাকে সেই সুযোগও দেয়নি বাংলাদেশ সেনা। হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু তাকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দেয় নয়াদিল্লি। ভারতের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের আকাশসীমায় ভারত কোনও বিমান পাঠাবে না। কারণ তাতে আইন লঙ্ঘিত হতে পারে। ভারত থেকে জানানো হয়, হাসিনাকে আগে ভারতে পৌঁছতে হবে। তার পর সেখান থেকে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া যেতে পারে। কপ্টারে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত যাওয়া যায় না। এ ক্ষেত্রে তার নিকটবর্তী অবতরণ স্থান হতে পারে আগরতলা বিমানবন্দর। কন্যা সায়মা ওয়াজেদ থাকেন দিল্লিতে। মনে করা হচ্ছে, প্রাথমিক ভাবে হাসিনার গন্তব্য হতে চলেছে দিল্লি।
[৫] আল জাজিরার শিরোনাম ছিল, ‘পিএম শেখ হাসিনা আউসটেড, ইন্টেরিম গভ’ট টেকস ওভার।’
[৬] সিএনএন শিরোনাম করেছে, ‘বাংলাদেশ প্রাইম মিনিস্টার রিজাইনস এ্যাজ ডেডলি এ্যান্টি-গভরনমেন্ট র্যালিস গ্রিপ ন্যাশন।’ সম্পাদনা: ইকবাল খান
একে