সালেহ্ বিপ্লব: [২] মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ আয়োজিত এক জরুরি সভায় শুক্রবার এ দাবি জানানো হয়।
[৩] নেতৃবৃন্দ বলেন, একটি গুজব হাজারো এটম বোমার চেয়ে ভয়ানক। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এবং মানবতা ও জাতিসত্তার হুমকি মোকাবেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচারকারীদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
[৪] তারা বলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, সাম্প্রতিক সময়ে দেশের চলমান তথাকথিত আন্দোলনে গুজব ছড়িয়ে ব্যাপক নাশকতা, ধ্বংসযজ্ঞ এবং তরুণ প্রজন্মকে দেশের বিরুদ্ধে প্ররোচিত করার প্রচেষ্টা চলছে। এই ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতাকেই হুমকির মুখে ফেলছে না, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকেও প্রশ্নবিদ্ধ করছে।
[৫] তারা বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতার চেতনা, মর্যাদা ও মূল্যবোধ রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। গুজব এবং মিথ্যা তথ্য ছড়িয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা এবং তরুণদের বিপথে পরিচালিত করা অমানবিক ও তথ্যপ্রযুক্তি সম্পর্কিত অপরাধ। এই ধরনের কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধের বিরুদ্ধে।
[৬] দেশব্যাপী চলমান সহিংসতায় করণীয় ও জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি নির্ধারণের লক্ষ্যে শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট, বাংলাদেশ ভবনে (আইডিইবি) এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’-এর কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন।
[৭] সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য জোবায়দা হক অজন্তা, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন-অর রশীদ রনি, আল-আমিন মৃদুল, সৈয়দ দিদারুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক আনিসুর রহমান মোল্লা, কেন্দ্রীয় সদস্য মনিরুজ্জামান খোকন প্রমুখ।
এসবি২
আপনার মতামত লিখুন :