শিরোনাম
◈ আলোচিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়াই এখন অগ্রাধিকার: চীনের রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন সতর্কতা নিয়ে ‘ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর' ◈ স্ক্যানিং ছাড়াই চলছে বেনাপোল বন্দর দিয়ে পণ্য প্রবেশ, ঝুঁকিতে নিরাপদ বাণিজ্য! ◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৪, ০৪:০৯ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু

ফাইল ছবি

শাহীন খন্দকার: [২] কোটা সংস্কার আন্দোলন চলাকালে নরসিংদীতে গুলিবিদ্ধ হওয়া আব্দুর রহমান (৪৪) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পিঠে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি।

[৩] বুধবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ’তে) তার মৃত্যু হয়।

[৪] হাসপাতালে নিহতের শ্যালক মো. হুমায়ুন কবির জানান, আব্দুর রহমানের বাড়ি নরসিংদীর সদর উপজেলার দক্ষিণ চৌয়া  গ্রামে। ১ ছেলে ও ৩ মেয়ের জনক তিনি।  গ্রামে কৃষি কাজ করতেন তিনি।

[৫] মো. হুমায়ুন কবির আরও জানান, গত ২০ জুলাই শনিবার বেলা সাড়ে ৩টার দিকে নরসিংদির পাঁচদোনা বাজারে যাচ্ছিলেন আব্দুর রহমান। বাজারে পৌঁছানোর আগে পাঁচদোনা মোড়ে রাস্তা পার হওয়ার সময় তার পিঠে একটি গুলি লাগে। স্থানীয়রা আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নিয়ে যান।

[৬] এই খবর পেয়ে ওইদিনই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। ভর্তি করা হয় আইসিইউতে। আব্দুর রহমান কোন আন্দোলনে ছিলেন না। বাজারে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়েছিলেন বলেও ফের নিশ্চিত করেন নিহতের শ্যালক।

[৭] চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ওই ব্যক্তি পিঠে গুলিবিদ্ধ হয়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সম্পাদনা: সমর চক্রবর্তী

একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়