শিরোনাম
◈ স্বর্ণ ব্যবসায়ীকে গুলির কথা শুনেও গেট খোলেননি বাড়িওয়ালা-দারোয়ান! ◈ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার ◈ পাকিস্তান আউটের আবেদন করলে কোহলির ভাগ্যে সেঞ্চুরি জুটতো না, খেলার ফলাফল উল্টো হতে পারতো ◈ লড়াই করেও হেরে গেলো নাপোলি ◈ নতুন রাজনৈতিক দলের কোন পদে থাকছেন হাসনাত-সারজিস, যা জানাগেল ◈ ডিএমপির বিপ্লব কুমার সরকার ও মেহেদি হাসান বরখাস্ত ◈ রাজনীতিতে অনৈক্যের সুর, অস্বস্তি কাটাতে রোডম্যাপ জরুরি  ◈ পদত্যাগ দাবি প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: এত স্বর্ণ সঙ্গে কেন রাখলেন, কারণ যা জানা গেল ◈ ‘অফিসারদের মাথার দাম ৫ লাখ টাকা!’, জওয়ানরা একথা কেন বলল, আজও জানতে পারিনি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৪, ০৫:৫৪ বিকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা সংস্কার আন্দোলন: ঢাকার বিভিন্ন থানায় ৫৩টি হত্যা মামলা

সুজন কৈরী: [২.১] মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরের নিজ কার্যালয়ে সাংবাদিকদের যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, গত কয়েক দিনে ঢাকা শহরে নাশকতামূলক কর্মকাণ্ড ও প্রাণহানির ঘটনায় ডিএমপির ৫০টি থানায় ২৬৪টি মামলা হয়েছে। আরও ৪-৫টি মামলা প্রক্রিয়াধীন। 

[২.২] এসব মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলায় নিহতের পরিবার ও পুলিশ বাদী হয়েছে। 

[৩] যুগ্ম পুলিশ কমিশনার জানান, রিমান্ডে আনা হয়েছে অসংখ্য আসামিকে। রিমান্ডে থাকা আসামিদের জিজ্ঞাসাবাদে যে তথ্য পেয়েছি সেসব তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। 

[৪] ২৬৪টি মামলার ভেতরে নিহতের ঘটনায় কোনো মামলা হয়েছে কি না জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, ঢাকায় বিভিন্ন থানায় ৫৩টি হত্যা মামলা হয়েছে। এর ভেতর নিহতের পরিবার বাদী হয়েছে এবং কিছু মামলার বাদী রাষ্ট্রের পক্ষে পুলিশ বাদী হয়েছে।

[৫] তিনি আরও বলেন, এসব মামলা শতভাগ সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করা হবে। পুলিশ এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করে তদন্ত করবে। সেই মামলাগুলো ডিএমপি কমিশনার নিজে তদন্ত তদারকি করবেন। সিনিয়র অফিসারদের এসব মামলা মনিটরিংয়ে নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনো হত্যাকাণ্ড অবশ্যই দুঃখজনক। পুলিশ কোনো মৃত্যু প্রত্যাশা করে না।

[৬] রাজধানীতে কিছু এলাকায় ব্লক রেইড কিছু এলাকায় টার্গেট অভিযান চলছে। নাশকতা ও সহিংসতায় যারা সরাসরি জড়িত তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে। সাধারণ শিক্ষার্থী ও সাধারণ কোনো মানুষকে হয়রানি করা হচ্ছে না। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসকে/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়