শিরোনাম
◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে  ◈ আবারও যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিলো হাজার হাজার মানুষ

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৪, ১০:৩১ দুপুর
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা মেট্রোরেলের ক্ষয়ক্ষতি হৃদয়বিদারক: জাপানের রাষ্ট্রদূত

শাহীন খন্দকার: [১] ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি মেট্রোরেলের ধ্বংসযজ্ঞ দেখে মর্মাহত হয়েছেন।  তিনি গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

[২] ঢাকার জাপান দূতাবাসের ফেসবুকে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে ব্যাপক ছাত্র বিক্ষোভের সময় বিক্ষোভকারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে সহিংস সংঘর্ষে বিপুল সংখ্যক সহিংসতার শিকার হওয়ায়, আমি আক্রান্ত ব্যক্তিদের, শোকসন্তপ্ত পরিবার ও বন্ধুদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। 

[৩] জাপানের রাষ্ট্রদূত বলেন ২৪ জুলাই ঢাকায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখে আমি স্তম্ভিত। বিশেষ করে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্টদূত হিসেবে ঢাকা এমআরটির ক্ষয়ক্ষতি দেখে আমি অত্যন্ত দুঃখিত।

[৪] এই ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক বলে আমি মনে করি। এই ক্ষয়ক্ষতি দীর্ঘদিন ধরে শহরের পরিবহন ব্যবস্থা নির্মাণ ও পরিচালনা করার জন্য জাপান এবং বাংলাদেশ উভয় দেশের সংশ্লিষ্ট ব্যক্তিগণের ঘাম ও অশ্রুর কথা মনে করিয়ে দেয়।

[৫] তিনি আরও বলেন, আমি এমআরটি ট্রেনের যাতায়াতকারীদের হাসি কখনই ভুলব না। অতএব, ভাঙচুরের কারণে সাময়িক সময়ের জন্য এমআরটির অপারেশন স্থগিত থাকার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তথ্য সুত্র বাংলা নিউজ ২৪।

[৬] জাপানের রাষ্ট্রদূত আরও বলেন, আমার বিশ্বাস, কিছু ব্যক্তিদের দ্বারা ধ্বংসযজ্ঞ সত্ত্বেও, বাংলাদেশের অধিকাংশ নাগরিক ঢাকা এমআরটির নির্মাণসহ আমাদের সহায়তার সমর্থন করে। আমি ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুননির্মাণসহ এ দেশের উন্নয়নে জনগণের সঙ্গে কাজ করে যাব।

[৭] তিনি আরও বলেন, আমি আশা করি পরিস্থিতি শান্তিপূর্ণ উপায়ে মীমাংসা হবে এবং আর অবনতি হবে না, শিক্ষার্থীসহ বাংলাদেশের মানুষ যত তাড়াতাড়ি সম্ভব হাসিমুখে তাদের দৈনন্দিন জীবনে ফিরে যাবে। সম্পাদনা: রাশিদ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়