শিরোনাম
◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৪, ০২:৫১ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্দোলনে আহতদের অনেকেই হারাতে পারেন দৃষ্টিশক্তি

ডেস্ক রিপোর্ট: সাম্প্রতিক নাশকতায় হতাহত হয়েছে অনেক। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটেই চিকিৎসা নিয়েছেন ৪২৯ জন। বেশিরভাগেরই চোখে গুলি লেগেছে। চিকিৎসকরা জানান, আহতদের অনেকে হারাতে পারেন দৃষ্টিশক্তি।

গত এক সপ্তাহ দুর্বৃত্তদের সহিংসতায় অনেকটাই অবরুদ্ধ ছিল রাজধানী। বিভিন্ন স্থানে ব্যাপক নাশকতা চালায় সন্ত্রাসীরা। সংঘর্ষে প্রাণ হারান অনেকে, আহত হয় কয়েক শ মানুষ। ১৭ থেকে ২৩ জুলাই পর্যন্ত চোখে গুলি নিয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন ৪২৯ জন। এর মধ্যে ২৯১ জনের অস্ত্রোপচার করতে হয়েছে।

হাসপাতালে আসা এক রোগীর ভাই বলেন, ‘আমার ভাই অসুস্থ, দুইটা চোখই হারাইছে। মাধবদীতে আমার ভাই ব্যবসা করত। সেখান থেকে আসার পথে রাস্তায় গুলিবিদ্ধ হয়।’ 

চোখে গুলি নিয়ে হাসপাতালে আসা এক রোগী বলেন, ‘ডাক্তার দেখে বলল যে, বুলেট ভেতরে আছে চোখের পাপড়ির এই জায়গায়। আজকেও কয়েকটা পরীক্ষা নিয়েছে।’ 

চিকিৎসকেরা বলছেন, আহতদের অনেকে হারাতে পারেন দৃষ্টিশক্তি। ৬ সপ্তাহ পর জানা যাবে তাদের অবস্থা।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক গোলাম মোস্তফা বলেন, ‘যাদের (চোখে) কাছে থেকে লেগেছে (গুলি), তাদের ইনজুরি বেশি। আর যাদের দূরে থেকে লেগেছে তাদের হালকা। অনেকের আইবল আমরা রিপেয়ার করেছি। কেউ কেউ দৃষ্টিশক্তি হারাবে, কারো আংশিক, কারো পুরো।’

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ছাড়াও আহতদের অনেকে চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেল ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে। সূত্র: ইনডিপেনডেন্ট টেলিভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়