শিরোনাম
◈ স্বর্ণ ব্যবসায়ীকে গুলির কথা শুনেও গেট খোলেননি বাড়িওয়ালা-দারোয়ান! ◈ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার ◈ পাকিস্তান আউটের আবেদন করলে কোহলির ভাগ্যে সেঞ্চুরি জুটতো না, খেলার ফলাফল উল্টো হতে পারতো ◈ লড়াই করেও হেরে গেলো নাপোলি ◈ নতুন রাজনৈতিক দলের কোন পদে থাকছেন হাসনাত-সারজিস, যা জানাগেল ◈ ডিএমপির বিপ্লব কুমার সরকার ও মেহেদি হাসান বরখাস্ত ◈ রাজনীতিতে অনৈক্যের সুর, অস্বস্তি কাটাতে রোডম্যাপ জরুরি  ◈ পদত্যাগ দাবি প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি: এত স্বর্ণ সঙ্গে কেন রাখলেন, কারণ যা জানা গেল ◈ ‘অফিসারদের মাথার দাম ৫ লাখ টাকা!’, জওয়ানরা একথা কেন বলল, আজও জানতে পারিনি

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৪, ০৭:০০ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৪, ০৯:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুরুতর আহত পুলিশ সদস্যদের খাদ্য সামগ্রী বিতরণ রেড ক্রিসেন্টের

সুজন কৈরী: [২] বৃহস্পতিবার সকালে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. ইউ. কবীর চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল । এসময় কবীর চৌধুরী ৭০ জন আহত পুলিশ সদস্যদের মাঝে পথ্য হিসেবে খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ করেন।

[৩] রেড ক্রিসেন্ট জানিয়েছে, হাসপাতাল পরিদর্শনে গিয়ে পুলিশ সদস্যদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন ডা. কবীর চৌধুরী। 

[৪] তিনি সমবেদনা প্রকাশ করে বলেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনীর ওপর এ ধরণের  হামলার ঘটনা খুবই দুঃখজনক। যারা এধরণের সহিংসতার সাথে জড়িত ছিলেন তাদের সুবোধ জাগ্রত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

[৫] ডা. কবীর চৌধুরী বলেন, সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রেড ক্রিসেন্ট সর্বদা দুর্দশাগ্রস্ত মানুষের পাশে থাকে। দেশের মানুষের ও সম্পদের অপূরণীয় ক্ষতিতে রেড ক্রিসেন্ট পরিবার অত্যন্ত ব্যথিত। 

[৬] প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমরা আমাদের সাধ্যমত মানবতার কল্যাণে কাজ করে যাবো। ভয়াবহ এ পরিস্থিতির সম্মুখীন পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের রেড ক্রিসেন্ট এর প্রশিক্ষিত কাউন্সিলর দ্বারা মনো.সামাজিক সহায়তা (পিএসএস) দেয়া হবে। 

[৭] বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক এই উদ্যোগকে সাদরে গ্রহণ করে সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক শেখ মো. রেজাউল হায়দার। 

[৮] এসময় সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য মুন্সী কামরুজ্জামান কাজল, ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান, স্বাস্থ্য বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. এস এম হুমায়ুন কবিরসহ সোসাইটির স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: কামরুজ্জামান

একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়