শিরোনাম
◈ শেখ হাসিনার আমলে পাচারের টাকা ফিরিয়ে আনতে হচ্ছে আইন : প্রেস সচিব (ভিডিও) ◈ নারী নির্যাতন প্রতিরোধে পুলিশের হটলাইন চালু ◈ ২৪ ঘন্টায় রাজধানীতে অভিযান চালিয়ে ২৭ জন ডাকাতসহ গ্রেফতার ২৩৫  ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলামের পদত্যাগ ◈ সেনাবাহিনী বিষয়ে ভলকার টুর্কের মন্তব্য নিয়ে যা বলল আইএসপিআর ◈ জুলাই ফাউন্ডেশনে এলো ৩ প্রতারক, ধরা পড়ে গেলো জালিয়াতি! ভিডিও ◈ চাঁপাইনবাবগঞ্জে দু'টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  চালক নিহত   ◈ শিগগিরই নির্বাচনের ব্যাপারে আরও সুনির্দিষ্ট পদক্ষেপ আসবে : অধ্যাপক আলী রীয়াজ ◈ রোহিত শর্মা অবসরে যাচ্ছেন না, খেলবেন ২০২৭ বিশ্বকাপ ক্রিকেট ◈ দুর্বল দলের বিরুদ্ধে কষ্টে জিতলো রিয়াল মাদ্রিদ

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৪, ০৩:৩৪ রাত
আপডেট : ০৪ মার্চ, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংঘর্ষ-সহিংসতায় ১১৩১ পুলিশ সদস্য আহত, আইসিইউতে ৪ জন: পুলিশ সদরদপ্তর

সুজন কৈরী: [২] কোটা সংস্কার আন্দোলনের নামে চালানো সহিংতা মোকাবিলা করতে গিয়ে সারাদেশে ১ হাজার ১৩১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে চারজন গুরুতর অবস্থায় আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) আছেন। আর আন্দোলন ঠেকাতে গিয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন তিনজন পুলিশ সদস্য।

[৩] বুধবার বিকেলে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, সহিংসতা মোকাবিলা করতে গিয়ে সারাদেশে পুলিশের প্রায় ১ হাজার ১৩১ জন সদস্য আহত হয়েছেন। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের আইসিইউতে রাখা হয়েছে।

[৪] পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, নিহত তিন পুলিশ সদস্য হলেন- নারায়ণগঞ্জের পিবিআইয়ে কর্মরত পরিদর্শক মাসুদ পারভেজ, ট্যুরিস্ট পুলিশের এএসআই মুক্তাদির ও আরেক সদস্য গিয়াস উদ্দিন। আর আহতরা রাজারবাগ পুলিশ হাসপাতাল ছাড়াও ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দীসহ অন্যান্য হাসপাতালে অনেক পুলিশ সদস্য চিকিৎসা নিয়েছেন। এখনও অনেক পুলিশ সদস্য ভর্তি রয়েছেন। অনেকের অবস্থায় গুরুতর।

[৫] রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি বেশিরভাগ পুলিশ সদস্যের মাথায় আঘাত রয়েছে। পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও পরিদর্শন) মোহাম্মদ মঈনুল ইসলাম জানিয়েছেন, ২৭৭ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৮৩ জনকে ভর্তি করা হয়েছিল। বর্তমানে ৬৯ জন ভর্তি রয়েছেন। তাদের বেশিরভাগ মাথায় আঘাতপ্রাপ্ত। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়