শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২২, ০৬:২৯ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২২, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যবসায়ীদের জাকাত সরকারি ফান্ডে দেয়ার আহ্বান

শরীফ শাওন: [২] ব্যবসায়ীরা সরকারি জাকাত ফান্ডে নিয়মিত জকাত প্রদান করলে এই ফান্ড অনেক বেশি শক্তিশালী হবে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। এর মাধ্যমে ব্যবসায়ীরা ঢাকা জেলার দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে পারবে। তিনি জানান,  হাদীসে রয়েছে হালাল রিযিকের ১০ ভাগের ৯ ভাগই রয়েছে ব্যবসার মধ্যে। 

[৩] মঙ্গলবার দুপুর ২ টায় ঢাকা জেলা প্রশাসক এর সভাকক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

[৪] শহীদুল ইসলাম জানান, সরকারি জাকাত ফান্ডের অর্থ দিয়ে দরিদ্র্যদের আত্মনির্ভরশীল করা হয়। কুরআনে নির্দেশিত ৮ টি খাতে প্রকৃত হকদারদের মধ্যে জাকাতের অর্থ বিতরণ করা হয়।

[৫] অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আব্দুল গণি ও ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ.ইলিয়াস মেহেদী। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ও জাকাত বোর্ডের সদস্য ড. মাওলানা মুহাম্মদ কাফিলুদ্দীন সরকার। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. হারেস সিনহা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সাহিনা আক্তার। ইসলামিক ফাউন্ডেশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা বিভাগের ৫ টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা অনলাইনে সংযুক্ত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়