শিরোনাম
◈ রাজধানীর শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি গ্রেফতার ◈ টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা ◈ দেখে মনে হয় স্কুল পড়ুয়া কিশোর, বয়স ২২, করেন মাদক ব্যবসা ◈ ৭ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে ৭০০ যুবক: উপদেষ্টা আসিফ (ভিডিও) ◈ ‘তোমরা রাস্তা বন্ধ করবা, আমরা কি আঙ্গুল চুষবো’ সাধারণ মানুষের আবেগেরই বহিঃপ্রকাশ (ভিডিও) ◈ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনূস ◈ অলিম্পিক ক্রিকেট সরে যাচ্ছে নিউ ইয়র্কে ◈ শান্তকে টেস্ট ও ওয়ানডেতে রেখে টি-টোয়েন্টিতে সোহানকে অধিনায়ক করা য়ায়: আশরাফুল ◈ বিদ্যুৎ, পানি এবং অন্যান্য অবকাঠামো প্রকল্পের ক্ষেত্রে দিল্লির সমর্থনের অভাব রয়েছে : ড. ইউনূস

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৪, ১০:২৯ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুষ্কৃতিদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ পুলিশের

সুজন কৈরী: [২] বুধবার ক্ষুদে বার্তায় সহিংসতা নাশকতার ঘটনায় দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য দিয়ে এ অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

[৩] বার্তায় বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে নাশকতা সৃষ্টিকারী ও দুষ্কৃতকারীদের সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিন। অপরাধীর নাশকতার সময়ের ছবি-ভিডিও ফুটেজ দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীকে সহযোগিতা করুন। 

[৪] পুলিশ সদর দপ্তরের পাঠানো ক্ষুদে বার্তায় বলা হয়, তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। তথ্য দেওয়ার জন্য দুটি যোগাযোগ নম্বর দিয়েছে পুলিশ সদর দপ্তর। এগুলো হলো-০১৩২০০০১২২২ ও ০১৩২০০০১২২৩।

[৫] এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশও নাশকতাকারী-দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে। 

[৬] এক ক্ষুদে বার্তায় ডিএমপি জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতাকারী-দুষ্কৃতকারীদের তথ্য ০১৩২০১০১০১০ বা ০১৩২০২০২০২০ নম্বরে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে ডিএমপি। তথ্য প্রদানকারীকে পুরস্কৃত করা হবে ও নাম-পরিচয় গোপন রাখা হবে। 

[৭] পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ঢাকাসহ সারাদেশে পুলিশের ২৮১ যানবাহন ভাংচুর ও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও স্থাপনা ভাংচুর অগ্নিসংযোগ করা হয়েছে ২৩৫ টিতে। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়