এম এ লতিফ: [২] সোমবার সেতু ভবনে হামলার অভিযোগে বনানী থানায় করা মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ বিপু ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সামিউল হক ফারুকীসহ ১৮ জনকে বুধবার আদালতে উপস্থিত করে পুলিশ।
[৩] প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আসামিদের পক্ষে জামিন ও রিমান্ড বাতিল চেয়ে আবেদন করা হয়।
[৪] উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন আবেদন নামঞ্জুর করে স্বপন, অসীম, ফারুকি ও বিপুর ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অন্যদেরও বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন আদালত। সম্পাদনা: সালেহ্ বিপ্লব