অনিক কর্মকার: [২] মঙ্গলবার বিকেলে বিটিআরসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আরও বলেন, ইন্টারনেট সেবার সার্ভারের মেরামতের কাজ প্রায় শেষ পর্যায়ে। তাই পরীক্ষামূলকভাবে প্রথমে ব্রডব্যান্ড সেবা চালু করা হবে।
[৩] প্রতিমন্ত্রী জানান, ইন্টারনেট সেবা চালুর ক্ষেত্রে প্রাথমিক ভাবে ব্যবসা-বাণিজ্য, ফ্রিল্যান্সিং, সফটওয়্যার আপডেট, আর্থিক সেবা ও তথ্য সংবাদ সরবরাহ বিষয়ক ওয়েবসাইট আপাতত খুলে দেওয়া হচ্ছে। ধাপে ধাপে অন্য ওয়েবসাইটও খুলে দেওয়া হবে।
[৪] এর আগে দুপুরে রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারে ক্ষতিগ্রস্থ ডেটা সেন্টার পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রামে দুবৃর্ত্তদের হামলায় কাটা পরা সাবমেরিন ক্যাবলসহ বিভিন্ন অবকাঠামো এরইমধ্যে পুনঃস্থাপন করা হয়েছে।
[৫] উল্লেখ্য, নাশকতার ঘটনায় গত বৃহস্পতিবার থেকে মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। সম্পাদনা: এম খান
আপনার মতামত লিখুন :