এ আর শাকিল: [২] মঙ্গলবার ডা. সামন্ত লাল সেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল পরিদর্শনে গিয়ে বলেন- ‘এখানে আহতদের অধিকাংশই শিক্ষার্থী, ৩ জন আইসিইউতে ভর্তি আছেন যারা মাথায় আঘাত পেয়েছেন তারা এখনো শংকামুক্ত নন। শুধু ঢাকা মেডিকেলে বুলেট ইনজুরিতে রয়েছে ৪০ জন অপারেশন থিয়েটারে দিনরাত কাজ চলছে, এছাড়াও মুগদা মেডিকেলে রয়েছে, সোহরাওয়ারর্দী মেডিকেলে রয়েছে, নিটোরেতেও বুলেট ইনজুরি রয়েছে।
[৩] স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আমার চিকিৎসক ভাইবোনেরা যারা এই সার্ভিসটা দিল তারাতো কোনসময় দেখেনি কে আসছে রোগী? কার কি পরিচয়? জাতি-ধর্ম-দল নির্বিশেষে তারা দিনরাত ২৪ ঘন্টা সার্ভিস দিয়ে গেছে। তার পরিবর্তে কি হলো আমাদের গাড়িগুলো ভেঙে দেয়া হলো, আমাদের স্থাপনাগুলো নষ্ট করা হলো।
[৪] এরপরে স্বাস্থ্যমন্ত্রী রাজারবাগ পুলিশ হাসপাতালে যান যেখানে এখনো ৬১ জন চিকিৎসাধীন আছেন। সম্পাদনা: কামরুজ্জামান
আপনার মতামত লিখুন :