প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব নির্ধারিত স্পেন ও ব্রাজিল সফর বাতিল হয়েছে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই ঘোষণা এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব ইমরুল কায়েস। সূত্র : বিবিসি বাংলা
তিনি জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশে উদ্ভূত বর্তমান পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রী এমন সিদ্ধান্ত নিয়েছেন।
প্রধানমন্ত্রীর ২১ থেকে ২৩শে জুলাই স্পেনে এবং সেখান থেকে ২৪ থেকে ২৭শে জুলাই ব্রাজিলে সফরে থাকার কথা ছিল।