ঢাকাসহ সারা বাংলাদেশে চলমান অস্থিরতার কারণে শুক্রবারের ফ্লাইট বাতিল করেছে এমিরেটস এয়ারলাইনস।
ফ্লাইটগুলো হলো ঢাকা থেকে দুবাইগামী ইকে৫৮৫, দুবাই থেকে ঢাকা হয়ে দুবাইগামী ইকে৫৮২/৩ এবং দুবাই থেকে ঢাকা হয়ে দুবাইগামী ইকে৫৮৬/৫৮৭। সূত্র: DW
শুক্রবার যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে সংস্থাটি। এতে বলা হয়েছে, “আমাদের গ্রাহকদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। এমিরেটস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।”
ট্রাভেল এজেন্টদের মাধ্যমে যেসব যাত্রী ফ্লাইট বুকিং দিয়েছেন, তাদের বিকল্প ভ্রমণ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট এজেন্টের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে এমিরেটস। আর যারা সরাসরি এমিরেটস থেকে বুকিং করেছেন, তাদের পুনরায় বুকিংয়ের জন্য সংস্থাটির স্থানীয় অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।