শিরোনাম
◈ আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে: মধ্যরাতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও) ◈ মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ 'আ. লীগের বিচার না করলে জনগণ আবার আন্দোলনে নামবে' (ভিডিও) ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট (ভিডিও) ◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ১০:৪১ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করায় সাউন্ড গ্রেনেড-টিয়ারগ্যাস নিক্ষেপ: ডিএমপি

সুজন কৈরী: [২] বহিরাগত মারমুখী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে পুলিশের ওপর চড়াও হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করায় তাদেরকে ছত্রভঙ্গ করতে কিছু সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

[৩] বুধবার রাত পৌনে ৮টার দিকে টিএসসিতে ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মেহেদী হাসান সাংবাদিকদের এ কথা জানান।

[৪] তিনি বলেন, রাজু ভাস্কর্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্নস্থানে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী। বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে পুলিশ যা করছে সবকিছু বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে করছে পুলিশ।

[৫] পুলিশ হলের ভেতরে গিয়েছে কি-না জানতে চাইলে মেহেদী হাসান বলেন, কোনো পুলিশ সদস্য হলের ভেতর প্রবেশ করেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সন্ধ্যা ৭টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দিয়েছে সকল শিক্ষার্থীকে। সাধারণ শিক্ষার্থীরা চলে গেছে, এখনও কেউ কেউ যাচ্ছে। হল ছেড়ে যাওয়া শিক্ষার্থীদের সহযোগিতা করছে পুলিশ, তারা নির্বিঘ্নে চলে যাচ্ছে।

[৬] রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ থাকবে কি-না জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন, যেভাবে, যতটুকু সহযোগিতা চাইবে আমার সহয়তাটুকুই দেবো। পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হবে সেটিও বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দেশনা দেবে।

[৭] যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে সেহেতু বিশ্ববিদ্যালয়ে কোথাও আর জমায়েত হওয়ার সুযোগ নেই। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়