শিরোনাম
◈ ইন্টারপোলে হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন ◈ রাখাইনের গেরিলা কমান্ডার থেকে আঞ্চলিক শক্তি: তোয়ান মারত নাইংয়ের উত্থানের গল্প ◈ ইউক্রেন শান্তিচুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের: ‘অগ্রগতি না হলে সরে আসবে যুক্তরাষ্ট্র’ ◈ ১৪ ঘণ্টা পর ড্রেনে পড়ে যাওয়া নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ◈ তিন দাবিতে এনসিপির নতুন কর্মসূচি ◈ গাজায় খাদ্য সংকট চরমে, ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৬৪; মৃতের সংখ্যা ৬১ হাজার ছাড়ালো ◈ তেহরানে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক: খামেনির কাছে বাদশাহ সালমানের গোপন চিঠি হস্তান্তর ◈ মুরাদনগরে একই দিনে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি জনসভা ঘোষণা, উত্তেজনা চরমে ◈ ব্রাজিলকে নি‌য়ে মেসির আ‌ক্ষেপ ◈ হঠাৎ যে কারণে ইসরায়েলে উড়ে এলো ঝাঁকে ঝাঁকে মার্কিন সামরিক বিমান!

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ১০:৪১ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করায় সাউন্ড গ্রেনেড-টিয়ারগ্যাস নিক্ষেপ: ডিএমপি

সুজন কৈরী: [২] বহিরাগত মারমুখী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে পুলিশের ওপর চড়াও হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করায় তাদেরকে ছত্রভঙ্গ করতে কিছু সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

[৩] বুধবার রাত পৌনে ৮টার দিকে টিএসসিতে ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম মেহেদী হাসান সাংবাদিকদের এ কথা জানান।

[৪] তিনি বলেন, রাজু ভাস্কর্যসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্নস্থানে পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী। বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে পুলিশ যা করছে সবকিছু বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে করছে পুলিশ।

[৫] পুলিশ হলের ভেতরে গিয়েছে কি-না জানতে চাইলে মেহেদী হাসান বলেন, কোনো পুলিশ সদস্য হলের ভেতর প্রবেশ করেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সন্ধ্যা ৭টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দিয়েছে সকল শিক্ষার্থীকে। সাধারণ শিক্ষার্থীরা চলে গেছে, এখনও কেউ কেউ যাচ্ছে। হল ছেড়ে যাওয়া শিক্ষার্থীদের সহযোগিতা করছে পুলিশ, তারা নির্বিঘ্নে চলে যাচ্ছে।

[৬] রাতেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ থাকবে কি-না জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন, যেভাবে, যতটুকু সহযোগিতা চাইবে আমার সহয়তাটুকুই দেবো। পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হবে সেটিও বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দেশনা দেবে।

[৭] যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে সেহেতু বিশ্ববিদ্যালয়ে কোথাও আর জমায়েত হওয়ার সুযোগ নেই। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়