শিরোনাম
◈ কুষ্টিয়ায় পদ্মার ভাঙনে জাতীয় গ্রিডের টাওয়ার নদীতে বিলীন ◈ ভারতে থাকার মেয়াদ শেষ হচ্ছে, কোন আইনের বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? ◈ (২০ সেপ্টেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ স্থিতিশীল ডলারের দর, ইতিবাচক প্রভাব পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ◈ কেন্দ্রীয় ব্যাংকের ‘গ্যারান্টিতে’ নগদ টাকার সংকট কাটছে যে ৫ ব্যাংকের ◈ হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে, জাবিতে কোন কমিটিই নেই : ছাত্রদল ◈ গণপিটুনিতে মৃত্যু: স্বরাষ্ট্র উপদেষ্টার দুঃখপ্রকাশ, বৈষম্যবিরোধীদের নিন্দা, ফেসবুকে নানা সমালোচনা ◈ ভারতের গোলা যাচ্ছে ইউক্রেনে, ক্ষুব্ধ রাশিয়া ◈ সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সুনামগঞ্জে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার গ্রেফতার ◈ মব জাস্টিস শুধু সহিংসতা ও অন্যায় সৃষ্টি করে: সমন্বয়ক হাসনাত

প্রকাশিত : ০২ মে, ২০২২, ০৫:১৯ বিকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২২, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি বঙ্গভবনে, প্রধানমন্ত্রী গণভবনে ঈদ উদযাপন করবেন, ওবায়দুল কাদের ঢাকায়, তথ্যমন্ত্রী রাঙ্গুনিয়ায়

মনিরুল ইসলাম: [২]  রাত পোহালেই পবিত্র ঈদুল ফিতর। মুসলিম উম্মাহর আনন্দে ঈদ। ঈদকে সামনে রেখে প্রতিবারই সর্বসাধারণের আগ্রহের কেন্দ্রে থাকে দেশের  সরকারের কোন মন্ত্রী-প্রতিমন্ত্রী-সংসদ সদস্যরা কোথায় ঈদ করবেন, এ নিয়ে সাধারণ মানুষের কৌতুহলের শেষ নেই। 

 [৩] এবার জাতীয় ঈদগাতে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ বঙ্গভবনে ঈদ উদযাপন করবেন।

[৪] প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যথারীতি গণভবনে ঈদ উদযাপন করবেন। 

[৫] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ঈদ করবেন ঢাকায়। 

[৬] সিনিয়র মন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সকাল-বিকেল ঢাকা ও নির্বাচনী এলাকা গাজীপুর মিলিয়ে ঈদ করবেন বলে জানান। আইনমন্ত্রী আনিসুল হক ঈদ করবেন ঢাকায়।

[৭] তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ নিজ নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ায় ঈদ করবেন।

[৮] স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায় নির্বাচনী এলাকা তেজগাঁওয়ে ঈদ করবেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও  ঢাকায় ঈদ করবেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ নিজ নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ায় ঈদ করবেন।

[৯] মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম ঢাকায় ঈদ করেই চলে যাবেন নির্বাচনী এলাকা পিরোজপুরে। স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম ঈদ করবেন নির্বাচনী এলাকা কুমিল্লার লাকসামে। তিনি বর্তমানে এলাকায় রয়েছেন। পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন নির্বাচনী এলাকা মৌলভীবাজারের বড়লেখায় ঈদ করবেন।

[১০] জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ঈদ করবেন নিজ মেহেরপুরে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুরে ঈদের জামাতে শরিক হবেন। পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ঈদ করবেন বরিশালে। পানিসম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ঈদ করবেন ঢাকায়। পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য যশোরের মনিরামপুরে ঈদ উদযাপন করবেন।

[১১] অন্যদিকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে তোফায়েল আহমদ, মাহবুব-উল-আলম হানিফ, আব্দুর রহমান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, অসীম কুমার উকিল ও তার স্ত্রী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, সুজিত রায় নন্দী  নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করবেন। নেতা-কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

[১২] জাহাঙ্গীর কবির নানক, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিএম মোজাম্মেল হক, ড. সেলিম মাহমুদ ঈদ উদযাপন করবেন ঢাকায় বলে জানা গেছে।

[১৩] এদিকে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এবার ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে জাতীয় সংসদের চীফ হুইপ নুর-ই আলম চৌধুরীসহ ঢাকায় ঢাকা অধিকাংশ সংসদ সদস্য ঈদের জামাতে অংশ নিবেন বলে সংসদ সচিবালয় থেকে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়