সুজন কৈরী: [২] কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গ করা হলে তা শক্ত হাতে মোকাবিলা করার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান।
[৩] সোমবার সকালে রাজধানীর লালবাগে হোসাইনী দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিল উপলক্ষে ডিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
[৪] ডিএমপি কমিশনার বলেন, চলমান কোটা আন্দোলনের বিষয় আদালতের বিষয়। আদালত যে আদেশ দেবেন তার প্রতি শ্রদ্ধা থাকা এবং তা মেনে নেওয়া প্রতিটি নাগরিকের একান্ত কর্তব্য। আদালতের নিয়ম মানতে আমরা বাধ্য। আইনশৃঙ্খলা ভঙ্গ করতে তৎপরতা কেউ চালালে সেটি যেই হোক সেটি শক্ত হাতে মোকাবিলা করা হবে। সম্পাদনা: রাশিদ
এসকে/আর/আইএফ