শিরোনাম
◈ গণহত্যা মামলা: কারাগারে পুলিশ কর্মকর্তা জসিম ◈ খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত, অবরোধের ডাক ◈ ঠাকুরগাঁওয়ে মন্দিরে ১৪৪ ধারা জারি ◈ গ্রাহকরা টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে দিলেন তালা  ◈ হাসিনার আমলে বাংলাদেশে ঢুকলে ফিরিয়ে দিত, এই সরকার কঠোর আচরণ করছে : ভারতীয় জেলেদের সংবাদ সম্মেলন ◈ ৩৫ প্রত্যাশীরা ফের আন্দোলনে, পুলিশের লাঠিচার্জ-জলকামানে ছত্রভঙ্গ ◈ দুইটি হজ প্যাকেজের খরচ এর বিষয় যা জানাগেল ◈ রাজনীতিবিদ ছাড়া সংস্কার সফল হতে পারে না : মির্জা ফখরুল ◈ অন্তর্বর্তী সরকারে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের প্রভাব : ডয়চে ভেলে প্রতিবেদন ◈ প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০৬:০৭ বিকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২৪, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণতান্ত্রিক দেশে এমন ঘটে কী করে?

ট্রাম্পের ওপর হামলা নিন্দনীয়: শেখ হাসিনা 

মুযনিবীন নাইম: [২] আসন্ন মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

[৩] প্রধানমন্ত্রী বলেন, এটা অত্যন্ত দুঃখজনক, আমরা নিন্দা জানাই। আমেরিকা গণতন্ত্র নিয়ে নিয়ে অনেক গর্ব করে। আমরা তো গুলিবোমা খেয়েই যাচ্ছি। এ রকম ঘটনা আমেরিকায় কিভাবে হয়? একদম কানে ওপর দিয়ে গেছে। যারা এত বড় গণতন্ত্রের বড়াই করে, সেখানে এটা হবে কেন? বাংলাদেশে হলে তো সরকারকে দায়ী করত। সেখানে সরকারকে দায়ী করেনি। প্রেসিডেন্ট বাইডেনও এটার নিন্দা করেছেন। এটুকু সভ্যতা তাদের মধ্যে আছে।’

[৪] স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আমেরিকার পেনসিলভানিয়া রাজ্যের বাটলারে বন্দুক হামলায় গুলিতে কান ফুটো হয়ে যায় ট্রাম্পের। কার্যত এই হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। 

[৫] আগামী ৫ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। আসন্ন এই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। বিশ্লেষকেরা বলছেন, এই হামলা নির্বাচনি প্রতিযোগিতায় ব্যাপক প্রভাব ফেলতে পারে। এমনকি নির্বাচনের গতিপথও পাল্টে দিতে পারে।

[৬] এরই মধ্যে হামলা চালানো ব্যক্তিকে শনাক্ত করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। থমাস ম্যাথিউ ক্রুকস (২০) নামের অভিযুক্ত যুবক হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে প্রাণ হারিয়েছেন। [৭] পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটার রেকর্ডের তথ্যের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হামলকারী হিসেবে শনাক্ত ক্রুকস ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির অনুসারী এবং রেজিস্টার্ড ভোটার। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়