শিরোনাম

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ০৮:৪২ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০২৪, ১১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সকাল থেকে ঢাকায় মুষলধারায় বৃষ্টি

শামীম হাসান: আষাঢ়ের শেষ সময়ে আজ শুক্রবার সকালে বৃষ্টিতে ভাসলো ঢাকাবাসী। মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে কমবেশি বৃষ্টি হচ্ছে। এরই ধারাবাহিকতায়  সকাল থেকে রাজধানী ঢাকায় শুরু হয়েছে ঝুম বৃষ্টি।

সকাল থেকেই ঢাকার আকাশ মেঘে ঢাকা। বৃষ্টিও বেড়েই চলছে। কমেছে তাপমাত্রা।

এদিকে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামীসহ জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ। তবে বৃষ্টির কারণে গরম কমায় অনেকটা স্বস্তি পেয়েছেন নগরবাসী।

গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) অবশ্য ৪৮ ঘণ্টায় ভারী বর্ষণের আভাষ দিয়েছিল আবহাওয়া অফিস। দেশের পাঁচ বিভাগে ভারী বর্ষণের সঙ্গে দুই বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনার কথ জানায় সংস্থাটি।

সতর্কবাণীতে বলা হয়, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এতে আরও বলা হয়, ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়